আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু বেলাল, তোমার প্রতি শ্রদ্ধাঘর্্য

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ছবির মানুষটির নাম বেলাল। সে একসময় আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। ভাল হাত দেখতে পারতো। হাত দেখা আর রাশিফল গণনা সে পেশা হিসেবে বেছে নিয়েছিল। 80 সালের শেষের দিকে তার সাথে আমার পরিচয়।

তার পর ঘনিষ্ঠতা। আমার এক বন্ধু ডাক্তার সেলিম তখন বাসাবোতে ভাড়া থাকতো। তার সুবাদে একই বাসায় দুটো ছোট ঘর নিয়ে আমিও ভাড়া থাকতাম। ডঃ সেলিমের মাধ্যমে সেই বাসার আরেক ভাড়াটিয়া জাতীয় দলের ফুটবলার জাকারিয়া পিন্টুর সাথে পরিচয়। পিন্টু ভাইয়ের শালা আর বেলাল তখন ঘনিষ্ঠ বন্ধু।

সেই সূত্র ধরে আমার সাথেও ঘনিষ্ঠতা এবং বন্ধুত্ব। আমার বাসায় বাজি ধরে কাঁটা সমেত কই মাছ কে কত দ্রুত কয়টা খেতে পারে সেটার কম্পিটিশন হতো। বাজিতে অবশ্য আমি খুউব কম হেরেিেছ। কই মাছ রান্না হতো পিন্টু ভাইয়ের বাসায়। কিনতাম আমরা তিন জনে মিলে।

বেলাল আমার সাথে দুইবার রাজশাহী বেড়াতে গেছিল। এক দফায় সে মোট সাত দিন ছিল। রাজশাহীতে আমার বন্ধু হাসনাত "মঞ্জু বোর্ডিং"-এর মালিক। বেলালকে ঐ বোর্ডিং-এ বিনা ভাড়ায় একটা রুম নিয়ে দিয়েছিলাম মানুষের হাত দেখার জন্য। বিনা টাকায়।

বিনা দক্ষিণায়। যাতে সবাই উৎসাহ নিয়ে হাত দেখায়। বেলাল অনেক মানুষের হাত দেখেছে. ভাগ্য গণনা করেছে। হাত দেখার সময় সে গেরুয়া রঙের একটা চাদর গায়ে মুড়িয়ে নিতো। আমি এর রহস্য জিজ্ঞেস করায় সে বলেছিল, "মানুষের আস্থা অর্জনের জন্য কিছু নতুনত্ব চাই"।

আমি যে হাত দেখতে জানি বা রাশিফল চর্চা করি সে বিষয়টা বেলাল অনেকদিন পর্যন্ত জানতো না। জানিয়েছিল আমার বউ। যখন জানলো তখন থেকে কেন জানিনা আমাকে মনে মনে হিংসা করতো। অথচ আমাকে হিংসা করার মতো কোন কারণ ছিল না। বেলাল ভাল করেই জানতো আমি কখনই হাত দেখা বা ভাগ্য গণনাকে পেশা হিসেবে নেব না।

কিন্তু ওর সেটা বিশ্বাস হয়নি। আমি 82 সালে বাসাবো ছেড়ে চলে আসার পর কম যোগাযোগ ছিল। আমি অনেকদিন বেলালকে আমার হাতটা ভাল করে দেখে দিতে বলেছিলাম। সে কখনও তেমন গুরুত্ব দেয়নি। একদিন আমি ওর হাত দেখতে চাইলাম।

ইতস্ততঃ করলো প্রথমে। পরে দেখালো। আর যা দেখলাম সেটা ও নিজেই ভাল করে জানতো হয়তো। দুর্ঘটনায় বা অস্বাভাবিকভাবে ওর মৃতু্য যোগ ছিল। হঠাৎ এক আগস্ট মাসে খবরের কাগজে ওর মৃতু্য সংবাদ পাই।

আমার সেই বন্ধু বেলাল সড়ক দুর্ঘটনায় মৃতু্যবরণ করে। একজন বন্ধু হারালাম। বন্ধু বেলাল, আজ বন্ধু দিবসে তোমাকেই স্মরণ করছি। তুমি ভাল থেকো বন্ধু। আল্লাহ্ তোমার আত্মার প্রতি সদয় হউন।

তোমার আত্মার প্রতি শান্তি বর্ষিত হউক। এই দিনে এই কামনাই করি। বিঃ দ্রঃ এই পোষ্টটি আমার বন্ধু বেলাল কে উৎসর্গ করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.