www.nahidlink.com
[রং=ৎবফ]সন্ধ্যায় সব পাখি তার নীড়ে ফিরতে শুরু করেছে। প্রত্যেকদিন পৃথিবীতে কত কি ঘটে যাচ্ছে তার কোন ঠিক-ঠিকানা নেই। রাত নীরব থেকে নীবর হচ্ছে। ভালোবাসার মানুষ ধীরে ধীওে কমে আসতে শুরু করেছে। পৃথিবীর কাছে খুব বেশী প্রত্যাশা আমার নেই।
কখনও ছিলও না। যেটুকু আছে বা ছিল জানিনা কি হবে? প্রায় প্রতিদিনই পৃথিবীকে প্রশ্ন করি মানুষের কষ্টে তোমার কি খুব আনন্দ হয়? [/রং]
[রং=নষঁব]উত্তর পাই না। কিছু কিছু প্রশ্নের উত্তর কখনও পাওয়া যায় না। কিছু স্বপ্নও হয়তো পূর্ন হয় না । জীবনের প্রত্যেক ক্ষেত্রে থেকে যায় অদৃশ্য দেয়াল।
এই দেয়াল ভেঙ্গে সামানে এগিয়ে যেতে হবে। জীবন মানে যুদ্ধ করে প্রত্যেক মুহূর্তে সফলতাকে ছিনিয়ে আনা। [/রং]
[রং=মৎববহ]কষ্ট,দুঃখ, হতাশা, ভালোলাগা এগুলো জীবনেরই একটি অংশমাত্র। স্বপ্ন দেখতে তো বাধা নাই। স্বপ্নের পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায় দুর থেকে দূরান্তে।
[/রং]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।