প্রথমেই সালাম জানাই৷ আশা করি সবাই ভালো আছেন আমার টিউনার ভাইয়েরা ৷ আসছে থ্রিজি ৷ আর থ্রিজি মানেই স্মার্টফোন ৷ আর স্মার্টফোন মানেই স্মাট সব সুবিধা ৷ সবাই জানি Nimbuzz, Skype, Line, Fring, We Chat Fb Chat ইত্যাদি Messanger এ Message ফ্রি ৷ কিন্তু কিছু শর্ত আছে ৷ যেমন একই Messanger হতে হবে, প্রাপকেরও নেট কানেকশন থাকতে হবে ৷ এই সব সীমায় অাবদ্ধ হয়ে সবাইকে Message দেয়া অসম্ভব ৷ নেটে যে কয়েকটা ওয়েব সাইট অাছে তার সবগুলো লিমিটেড এবং স্পামে ভরা ৷
আসুন দেখি অ্যাপসটি ও এর কাজ-
অ্যাপসের নাম ২৪SMS
১: ২৪/৭ দিন মেসেজ পাঠান,
২: লিমিটেডের চিন্তা ভুলে যান,
৩: বিশ্বের যেকোন দেশে
৪: প্রাপকের নেট কানেকশন দরকার নেই ৷
তো আর চিন্তা না করে ডাউনলোড করুন(http://db.tt/PlEP5aTK), ওপেন করুন, +৮৮ সহ নাম্বারটি লিখুন আর মজা নিন ফ্রি মেসেজ এর ৷ ১টি মেসেজ পাঠিয়ে ১মিনিট পর আবার পাঠাতে পারবেন ৷ প্রাপক ইন্টারনেট ছাড়াই মেসেজ পড়তে পারবেন ৷ যদি মেসেজ Send না হয়ে বার বার No Internet Connection দেখায় তবে অ্যাপসটি Restart ও Data Connection Off করে আবার On করুন ৷ পিসিতে নেট কানেক্ট করে Blue Strack জাতীয় সফটওয়ার দিয়ে অ্যাপসটি ব্যবহার করুন ৷ GP দিয়ে মেসেজ সাথে সাথে যায় । অন্য অপারেটরে খুব লেট করে । কমেন্ট করতে ও FB Share করতে ভুলবেননা যেন ৷ আল্লাহ্ হাফেজ ৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।