নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
রাত 11 টা। বাবা গভীর মনযোগ দিয়ে অফিস থেকে আনা ফাইলগুলো দেখছে। ছোট্ট অনীক বাবার মনযোগ আকর্ষনের জন্য আশে পাশে ঘুরঘুর করছে। বাবা হঠাৎ খেয়াল করলেন।
- কী অনীক সোনা? এখনও ঘুমুতে যাওনি? কিছু বলবে?
- হু
- তাড়াতাড়ি বলো।
- অফিসে 1 ঘন্টা কাজের জন্য তুমি কত বেতন পাও?
- প্রায় পাঁচশত টাকা।
- (কিছুন ভেবে)তোমার কাছে কি 200 টাকা হবে?
- (বাবা রেগে গিয়ে) ফালতু খেলনার জন্য টাকা চাইলে পাবেনা। এখন গিয়ে ঘুমাও, পরে কথা বলবো, অফিসের অনেক কাজ পড়ে আছে।
ছোট্ট অনীক মন খারাপ করে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। বাবা আবার কাজে ব্যস্ত হয়ে পড়েন।
বেশ কিছুন পর তার খেয়াল হয় তিনি ছেলেকে বকেছেন। ভাবলেন সত্যিই হয়তো তার 200 টাকা দরকার। তিনি ছেলের রুমে গেলেন। দেখেন অনীক বিছানায় শুয়ে আছে। তিনি তার বিছানার পাশে বসে মাথায় হাত রাখলেন।
- 200 টাকা কি তোমার কি খুব জরুরী?
- হু
বাবা অনীক কে 200 টাকা দিলেন। অনীক খুশি হয়ে টাকাটা নিল এবং নিজের বালিশের নিচ থেকে আরো কিছু টাকা বের করে গুণে দেখল। বাবা অনীকের কাছে টাকা আছে দেখে রেগে গেলেন, তিনি বললেন তোমার কাছে টাকা থাকা সত্বেও কেন আমার থেকে টাকা নিলে?
ছোট্ট অনীক কিছুন মাথা নিচু করে থেকে তার হাতের টাকা গুলো বাবার হাতে দিয়ে বললো-
"বাবা, এখানে 500 টাকা আছে, কাল কি তুমি অফিস থেকে 1 ঘন্টা আগে এসে আমার সাথে রাতের খাবার খাবে?"
(একটি ইংরেজী গল্পের ছায়া অবলম্বনে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।