(নিজ দায়িত্বে পড়িতে হইবে)
আজাদ দেশের মাটিতে দাড়াই আজাদী ঝান্ডা ধ'রে-
ঊধের্্ব ঝুলিছে আলোকের শিখা অাঁধার কাঁপিছে ডরে।
আমার দেশের মাটি
আমার মায়ের মমতার মতো, এই কথা জানি খাঁটি।
এ মাটি আমার ক্ষুধার খাদ্য জোগায়, তৃষার বারি
মুখে তুলে দেয়, কান্তি ঘুচায় ঢালিয়া স্নেহের বারি।
আপন মাটির ধূলি
সারা দেহে মাখি মানুষ হয়েছি, এ কথা যাই নি ভুলি।
কত যুগান্ত পরাধীন জাতি আজাদী লভিয়া আজ
স্বাধীন দেশের মাটিতে দাঁড়ায় ভুলে সব গ্লানি লাজ।
বাজারে ডঙ্কা বাজা-
আজাদ দেশের মাটিতে নামেন সবার প্রাণের রাজা।
বন্ধুর পথ পাড়ি দিয়ে দিয়ে তামসী নিশীথ শেষে
যে চারণ দল গান গেয়ে গেয়ে পথে পথে ঘুরে এসে
জাতির জীবনে স্বপ্ন জাগাল, ছন্দ জাগাল পদে-
যুগ-যুগান্ত পাপ ক্ষয় করি নাহিয়া মুক্তি-হ্রদে,
পুণ্য প্রভাতে আজ
এ জাতি আজ পরিল গরবে মুক্ত সেনার সাজ-
বাজারে তূর্য বাজা
মিলিত মানব মাঝেই আসেন সবার প্রানের রাজা।
যে জননী তার সন্তানে আর ফিরিয়া পায়নি বুকে,
বিরহের পরে মিলনের হাসি ফুটেনি যে বধু-মুখে,
যে বোনের এক ভাই
আজিকার দিনে বাহির হইতে আর ঘরে আসে নাই-
তাহাদেরও ঘরে ঘরে
সবুজের মাঝে চাঁদ-তারা-অাঁকা আজাদী ঝান্ডা ওড়ে।
ব্যর্থ হবে না দান-
মাটিতে মিশেছে বুকের শোণিত, ঊধের্্ব ওড়ে নিশান।
দুঃখ, বেদনা, সে ত' বাজবেই,
মারী ও মড়ক, সে ত' আসবেই,
হিংসুক খল মুষিকের দল থাকবেই,
বেঈমান যত হক্কের ধন কাড়বেই;
তবুও ডং্কা বাজা-
সাহসীর বুকে বসিয়া হাসেন সবার প্রানের রাজা।
।
আমরা এনেছি আজিকার দিন, মোদের আজাদ দেশ-
এখানে হবে না উৎপীড়ন আর অত্যাচারের লেশ।
মুনাফেক বে-ঈমান
সবদুর করি' গড়িব মোরা আজাদ পাকিস্তান।
আমরা ফলাব দেশের মাটিতে সোনার শস্য-ভার,
কেহ রহিবে না ভুখা ও কাঙাল, রহিবে না অবিচার;
জ্ঞানের আলোকে জালি'
আমরা ঘুচাব জাতি-ললাটের কালো কলঙ্ক-কালি।
বাজারে তূর্য বাজা-
বীর্যবানেরে শক্তি দানেন সবার প্রানের রাজা।
------------------------------------------ [মাহে নও, আগস্ট 1956 সংখ্যায় প্রকাশিত এ কবিতাটি হুবহু তুলে দিলাম। গনদাবী আসলে মুছে দেওয়া হবে। সময়াভাবে প্রথমে আংশিক দেওয়া হয়েছিল । ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।