আমাদের কথা খুঁজে নিন

   

অমরত্ব তাচ্ছিল্য করেছি

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

শুধু মৃতু্যর জন্য এই জন্ম, শুধু মৃতু্যর জন্য কিছু খেলা, শুধু মৃতু্যর জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা। শুধু মৃতু্যর জন্য অপলক মুখশ্রীর শান্তি একঝলক। শুধু মৃতু্যর জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত। শুধু মৃতু্যর জন্য, আরো বেঁচে থাকতে লোভ হয়- মানুষের মতো ক্ষোভময় বেঁেচ থাকা। শুধু মৃতু্যর জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি\ --------------------------------------------------------- [ইটালিক]বাণী বসুর একুশে পা উপন্যাসে -শুধু কবিতার জন্য এই জন্ম - দিয়ে শুরু একটা কবিতা পড়েছিলাম। তখনই ঐ কবিতার বিপরীতে আমি এই কবিতাখানি লিখি। কিছু অংশ বাদও দিয়েছি। কবিতাটা ছিলো সুনীল গঙ্গোপাধ্যায়ের। এই কবিতায় আমি কবিতাকে মৃত্য হিসেবেই পেয়েছি।[/ইটালিক]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।