জানি আমি তোমার দু'চোখ আজ আমাকে খোঁজে না আর পৃথিবীর পরে
পলক পড়ে না,
তুমি বলেছিলে
কী দ্যাখো অমন করে?
আমি বলেছিলাম-
শাড়ির ভেতরে তুমি
তোমার ভেতরে তুমি, তোমার আড়ালেও তুমি
আমি তো তোমাকেই দেখি।
তখন আমার হাতটাকে শক্ত করে ধরে
গালে গাল চেপে
দিয়েছিলে মধুর উত্তাপ,
বলেছিলে-
দ্যাখো ভালো করেই দ্যাখো।
তোমাকে দেখার সেই দৃশ্যে
আমি আজো ভুলিনি
ঐ দৃশ্যে অমরত্ব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।