দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......
তোমার দু'চোখ জেগে থাকে শ্রাবণের
অশ্রুবিন্দু, আর অন্য কিছুতে নয়।
নেবে তুমি স্বাধীনতার মত করে শ্রাবণ কে ?
তবে তোমাকে দিলাম।
শ্রাবণকে খেলার ছলে পোড়াতে পারবেনা মানুষ !
স্বাধীনতাকে পোড়াতে পারবেনা মানুষ।
শ্রাবণ আর স্বাধীনতা, তোমাকে দিলাম
অশ্রুবিন্দুতে রেখ অন্যকিছুতে নয়,
সভ্যতা আজ নিথর, ভূলে গেছে মানুষ কে কার কাছে ঋণী !
সবদিকে হাহাকার, অন্যদিকে অগি্নশিখার দাউ দাউ
শ্রাবণের অশ্রুবিন্দুতে নিভিয়ে দিবে আমার অগি্নশিখা
তোমার দু'চোখ শুধু জেগে থাকে শ্রাবণের অশ্রুবিন্দুতে,
আর অন্য কিছুতে নয় ।
নেবে তুমি স্বাধীনতা নাও তোমাকে উজার করে
দিলাম দেশ বরণ্য স্বাধীনতা।
তোমার আছে শ্রাবণের অশ্রুবিন্দু, তাই কেবলই
তুমিই রাখতে পার স্বাধীনতা।
বাংলার স্বাধীনতা তোমাকে দিলাম;
অশ্রুবিন্দু দিয়ে মুছে ফেল ধূলোবালি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।