আমাদের কথা খুঁজে নিন

   

যে ব্যক্তি যত বেশি ধনী, তিনি কী তত সুখী না অসুখী?

সোলায়মান আহা, যদি অঢেল অর্থবিত্তের মালিক হওয়া যেত, তাহলে জীবন কতই না সুখের হতো! এমন আক্ষেপ অনেকেই করে থাকেন। তবে চীনে ধনকুবেরদের ওপর চালানো এক জরিপে এই ধারণার উল্টো চিত্র মিলেছে। এতে দেখা গেছে, যে ব্যক্তি যত বেশি ধনী, তিনি তত অসুখী। চীনের শীর্ষস্থানীয় হুরুন রিপোর্ট সাময়িকী সম্প্রতি সে দেশের পাঁচ শতাধিক ধনকুবেরের ওপর ওই জরিপ চালায়। এই ধনবান লোকদের প্রত্যেকের সর্বনিম্ন ১০ লাখ ৬০ হাজার ডলার রয়েছে।

কিন্তু এত অর্থবিত্ত থাকা সত্ত্বেও তাঁরা অসুখী। এর কারণ ব্যাখ্যা করেছেন, সাময়িকীটির প্রতিষ্ঠাতা রুপার্ট হুগওয়ার্ফ। গতকাল বুধবার এএফপিকে তিনি বলেন, ‘আপনি অর্থবিত্তের মালিক হচ্ছেন, এর সঙ্গে নানা সমস্যাও কিনে আনছেন। আপনার ব্যবসা বিকশিত হয়েছে, এর মানে আপনার ভোক্তাদের সন্তুষ্ট করার জন্য আপনার ওপর ঘাড়ে বাড়তি চাপ পড়ছে। এ ছাড়া নানা ধরনের সমস্যা প্রতিনিয়তই আপনার সঙ্গী হয়ে উঠছে।

’ জরিপে অংশ নেওয়া ধনী ব্যক্তিদের ৩০ শতাংশ বলেছে, তারা কাজ ও জীবনের ভারসাম্য বজায় রাখতে পারে না। ৫০ শতাংশেরও বেশি ধনকুবের জানিয়েছে, নিজের পরিবারের সদস্যদের পর্যাপ্ত সময় দিতে পারে না। এ জন্য তারা অসুখী বোধ করে। ২৫ শতাংশের বেশি উদ্বিগ্ন থাকে তাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে। জরিপে দেখা গেছে, চীনের ধনকুবেররা কর্মদিবসে গড়ে ৬ দশমিক ৬ ঘণ্টা ঘুমাতে পারেন।

শতকরা ২৭ ভাগ ছয় ঘণ্টারও কম সময় ধরে ঘুমানোর সুযোগ পায়। এ কারণেও তাদের মধ্যে অসুখী ভাব জাগে। জরিপে অংশ নেওয়া ধনবতী নারীদের ৩৫ শতাংশই বিবাহবিচ্ছেদ ঘটিয়েছে কিংবা অবিবাহিত থেকে গেছে। এ সংখ্যা পুরুষদের তুলনায় দ্বিগুণ। এএফপি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.