আমাদের কথা খুঁজে নিন

   

ঝগড়া



মনে পরে তোমাকে চলে গিয়েছে বলে ভুলে যেতে চাই ভুল করেছ বলে ছোটবেলায় আমি সবচেয়ে বেশি যে কাজ করতাম তা হল ঝগড়া । ক্লাসের ছেলেদের সাথে ঝগড়া হত বেশি । নাহিদ সবসময় আমার পিছনে লেগে থাকত ঝগড়া করার জন্য । একবার মনে আছে টিফিনের সময় কোন কারনে আমাদের ঝগড়া হল আমি নাহিদের শাটেরর্ কলার ধরে হুমকি দিলাম । তোরে দেখিস আমি কি করি ।

তখন মাএ ক্লাস 5 পড়ি । আরেকটি ঘটনা 5 এর শেষের দিকে অনুভূতি তখন ক্লাসে নতুন আসছে । ও আমার নোট দেখতে চাইলে কপি করবেনা এই শর্তে দেখতে দিলাম । কিন্তু পরের দিন ও কপি করল । তারপর ওর নোটটা কুটি কুটি করলাম ছিড়ে লাম ।

হেড স্যারের কাছে বিচার দিলো ও । আসলে আমি ছোটবেলা থেকে অনেক আদরে বড় হইছি । তাই খানিকটা ঝেদি । হয়তবা অনেককে কষ্ট দিয়েছি । আচ্ছা কলেজে কি হবে ? আবার ছেলেদের সাথে ঝগড়া ।

ও শেষে একটা কথা বলি নাহিদ এ প্লাস পাইছে । ওর আনন্দে আমিও খুশি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।