আমাদের কথা খুঁজে নিন

   

ঝগড়া

শুকরেরও অধম....... আমি নরকের কীট

"দোহাই তোদের একটুকু চুপ কর, ভালবাসিবারে দে মোরে অবসর।" ভ্রূ কুঁচকে দাঁতে দাঁত চেপে প্রায় শোনা যায় না এমন কন্ঠে আমি কথাগুলো শোনাই চিৎকার করতে থাকা টেলিভিশন, পাশের ঘরে আলাপরত মা-বাবা আর সদা লম্ফমান আমার দুষ্টের হাড্ডি ভাইটাকে। ফোনটাকে কানে শক্ত করে চেপে ধরি আরেকটু। সেই সময় আমার ভেতরের বদ আমিটা বলে "ভালবাসিবার অবসর! নাকি ঝগড়া করার!!" আমি খেপে যেতে যেতে সামলে নিয়ে নিজেকে বলি, "চুপ কোন কথা না, আমাকে শুনতে দে"... "কেন তোকে ঝগড়া করতে বাগড়া দিচ্ছি তাই??" "ভাল হবে না বলছি, আমরা ঝগড়া করছি না, এটা......" "একজনকে ব্যঙ্গ করে উত্তপ্ত বাক্য বিনিময়!! ঝগড়া না??????....." আত্মকথন চলতে পারত আরো খানিকক্ষণ, কিন্তু ফোনের ওপাশ থেকে ভেসে আসে অভিমানী কন্ঠ- "কি শুনছ আমার কথা? শুনছ না তো। জানি শুনছ না। ও তুমি তো ভি.আই.পি. তুমি আমার কথা শুনবে কেন?" "শুনছি তো" "না না আমরা তো হলাম গিয়ে এম.পি. (ম্যাংগো পাবলিক!!!) আপনার মতো ভি.আই.পি. মানুষ আমার কথা শুনবে কেন... বলেন আপনি বলেন.... আমরা আপনার বক্তব্য শোনার জন্য অধীর হয়ে বসে আছি..." এভাবে চলতেই থাকে। অথচ এর মাঝে ওকে যে বারদুয়েক ভালবাসি বলে, গোটা কয়েক চুমুও খেয়ে ফেলেছি সেদিকে কোন খেয়াল নেই। আমি সত্যি সত্যিই খানিকটা রেগে গেলাম.... তারপর এই জাতীয় এম.পি. ভি.আই.পি. টাইপ কথা চলছিল হঠাৎ মায়ের আওয়াজ শুনে ফোনটা কেটে দিলাম; কিন্তু শেষ রক্ষা হল না , মা কপাল চাপড়ে হায় হায় করতে লাগলেন....." তুই!!!! আবার ফোনটা নিয়ে পড়েছিস!!......" আর আমি ভেতরে ভেতরে বুক চাপড়াতে লাগলাম!! আমার কি হবে কাল!! মেয়েটা আসবে তো কাল ক্লাসে? নাকি অভিমান করে ফিরেও তাকাবে না? আমি তখন কোথায় যাব?? স্যার বরাবরের মত আমাকে আবারো বকলে আমার হাতে মৃদু চাপ দিয়ে "পাশে আছি, ভালবাসি" এই অনুভূতিটা কে দেবে আমাকে তখন?? চিন্তায় আছি খুব চিন্তা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।