যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।
1.
কান্না ছিলো, হাসিও ছিলো,
কোথায় যেন কষ্ট ছিলো,
বুক পাজঁরের ঘেরাটোপে,
নিশুতি রাত বন্দি হলো।
2.
আমার জন্যে . . . .
থমকে ছিলো
ব্যস্ত সময়, নিশুতি রাত,
থমকে ছিলো
বাউলা বাতাস, পূর্ণিমা চাঁদ।
দূরে কোথাও
আপন মনে বেজেছিলো বাঁশি,
কেমন যেন
কষ্টে ভরা, ব্যকুল করা, মন উদাসী।
সবই ছিলো,
সবাই ছিলো আমার তরে,
আমি ছিলাম
অন্য কোথাও, মনের ঘোরে।
3.
একটা রাত,
একটা চাঁদ,
ভীষণ একাকী।
একটা ব্যাথা,
একটা কথা,
গল্পের জোনাকি।
একটি গাড়ি,
একটি নারী,
ঐ দাড়াঁনো অদূরে,
একটি দেহ,
একটি মোহ,
ঢুকছে ঘুপচি ঘরে।
একটা ক্ষোভ,
একটা লোভ,
চলছে বেচাকেনা।
একটা রাত,
একটা সাধ,
ভোর কি হবে না ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।