যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।
1.
আকাশ ছোঁব না আর কখনো,
ছোঁব তোমার অধর,
জঠর তোমার ভরিয়ে দেবো
দিয়ে রঙিন আদর।
দুহাত দিয়ে টানবো কাছে
জড়িয়ে যাবো চুলে,
ভেসে যাবো অচিন সুখে
ইচ্ছে করা ভুলে।
2.
ইচ্ছেরা সব
প্রজাপতি,
মনের খোপে
ঘরবসতি।
রোদ দেখলে
পাগলপারা,
মেঘলা দিনে
ভীষণ খরা।
ইচ্ছেরা সব
দুষ্টু হাওয়া,
রাত-বিরোতে
আসা যাওয়া।
চাঁদ ডুবলে
নদীর জলে,
ইচ্ছেরা সব
পাখনা মেলে।
3.
কোন রঙেতে মন রাঙাবি,
কোন সুখেতে ঘর?
আমি যে তোর সুখের বাসর,
আমায় আপন কর।
কোন আলোতে ভরবি দু'চোখ,
কোন শ্রাবণে ভিজবি?
আমি যে এক ভরা নদী
আয়না কাছে নাইবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।