যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
যাকে আমি কবিতাটি কখনো দেবনা
আমি জানি তুমি এগিয়ে যাচ্ছ সংবর্ত গড়লের দিকে
সেই প্রিয় পরিচিত মৃতু্য
যার আধার থেকে আমি ফিরে ফিরে আসি ভায়োলেট আধেয়র পথে
আমি জানি তুমি হেঁটে চলেছ খুব দৃঢ়; স্কন্ধ টানটান করে
পৃথিবীকে নখপালিশে এঁকে
প্রিয়তমর চুম্বন আকাঙ্খায় লাললাল লিপস্টিক মেখে
আমি জানি তুমি ছুটে চলেছ দ্রুত; প্রায় বৈশাখী ঝড় হয়ে
শহরে জমে ওঠা কাঠামোগুলোকে স্মিত হাসিতে ভেঙ্গে
স্বপ্ন গাঁথানো মেঘে নতুন ভোরের রঙে
আমি জানি এভাবে ছুটতে ছুটতে তুমি আসবে আমারই কাছে
আমার জমানো বিষে মুছে ফেলবে তৃষ্ণা
এরপর আমাকে ফেলে তুমি ছুটে যাবে দূরে, খুব দূরে অনন্ত ক্্েরাশ দূরে...
আমি জানি এভাবে দূরে যেতে যেতে
তুমি আসবে আমারই কাছে
কেননা বিষবৃ হয়ে আমি বসে আছি তোমারই প্রতীার পথে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।