আমাদের কথা খুঁজে নিন

   

টিনটিন

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

আমি টিনটিন প্রথম হাতে পেয়েছিলাম যখন তখন আমি ক্লাস টু-তে পড়ি। ট্রেনে চড়ে যাচ্ছিলাম ঢাকা থেকে সিলেট। বাংলা মাধ্যমের ছাত্র আমি, ক্লাস টুতে অল্পস্বল্প ইংরেজি পারি ... টিনটিনের রসাস্বাদনের উপযোগী ইংরেজি শেখা তখনও অনেক দূরের কথা। সেনাবাহিনীর এক অফিসার বসেছিলেন উলটোদিকের বেঞ্চে, তিনি তন্ময় হয়ে পড়ছিলেন টিনটিন ইন আমেরিকা, আমাকে অনেকক্ষণ ধরে ছোঁচার মতো জুলজুলিয়ে তাকিয়ে থাকতে দেখে তিনি আমাকে সেটা গছিয়ে দিয়ে আমার ভাইয়ের সাথে গল্প জুড়ে দিলেন। আমি ছবি দেখেই মুগ্ধ, কাহিনী আঁচ করার মতো বুদ্ধি পাকেনি তখনও।

কিন্তু টিনটিন একটা ছাপ রেখে গেলো মনের মধ্যে। এরপর অনেক বছর কেটে গেছে, ক্লাস সেভেনে পড়ি, ইংরেজি শেখার চাপ তখন বর্তমান। আমার বড় ভাই ঢাকা থেকে ফিরেছেন ছুটিতে, সাথে একখন্ড টিনটিন, দ্য ক্যালকুলাস অ্যাফেয়ার। আমি সারাদিন শুয়ে শুয়ে পড়লাম সেটা। কিছু না বুঝলে ভাইয়াকে গিয়ে পাকড়াও করতাম।

এভাবে প্রশ্নঘন এক সেশনে ক্যালকুলাস অ্যাফেয়ার হজম করলাম। আমি ততক্ষণে টিনটিনের ভক্ত। এরপর ভাইয়া যখনই ছুটিতে আসতো, একটা করে টিনটিন জুটতো আমার কপালে। এর পরেরটা ছিলো টিনটিন ইন টিবেট, আমার খুব প্রিয়। এখনও মাঝে মাঝে বার করে পড়ি, ঘ্রাণ নিই, আমার এগারো বছর বয়সটা চোখের সামনে ভেসে ওঠে।

টিনটিন আমি পড়েছি অনেক অপেক্ষা করে। কয়েক মাস পর পর একটা হাতে পাই, ফট করে পড়ে ফেলি, পড়তে থাকি বারবার। ক্লাস নাইনে যখন পড়ি তখন একবার হাম হলো, পরীক্ষা বাদ দিয়ে বাসায় শুয়ে শুয়ে হামের যন্ত্রণায় আমি অস্থির, আমার যন্ত্রণায় বাবামাবোন অস্থির, তখন একদিন আমার নামে একটা পার্সেল এলো বাসায়। খুলে দেখি ভাইয়া পাঠিয়েছে, খামের ভেতরে দ্য রেড সী শার্কস আর রেড র্যাকহ্যামস ট্রেজার। ইয়াহু! রেড সী শার্কস তো একখন্ড, কিন্তু রেড র্যাকহ্যামস ট্রেজারের পর দ্য সিক্রেট অব দ্য ইউনিকর্ন পড়তে না পেয়ে আমার পেট ফাঁপতে লাগলো।

সেটা আবার হাতে পেলাম বহুদিন পর, কী যে যন্ত্রণা! হামও এর কাছে কিছু না। এর পর এক এক করে টিনটিন পড়ে শেষ করতে করতে আমার এসএসসি পরীক্ষা ঘনিয়ে এলো। শেষ টিনটিন তিনটা কিনেছিলাম নিজের পয়সায়, শিশু পুরস্কার পেয়েছিলাম (যদিও শিশু আর ছিলাম না তখন, দামড়া হয়ে গিয়েছিলাম, বাংলাদেশে এই এক আপদ), টিএডিএ হাতে পেয়ে তৎক্ষণাৎ টিনটিন কিনে পড়ে শেষ করলাম। এর পর অ্যাসটেরিক্স পড়া শুরু করেছি (অনেক দেরিতে, এখনও বেশ কয়েকটা পড়া বাকি), ফরাসী শিখতে গিয়ে আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসীতে পড়েছি আরেক অনবদ্য কমিক সিরিজ, লাকি লু্যক, কিন্তু টিনটিনের স্বাদ ভুলিয়ে দেবার মতো কিছু পাইনি। জর্জ রেম্যাঁকে ধন্যবাদ জানাই আবারও।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.