কোথায় থাকবেনঃ
এখানে আসতে চাইলে আপনাকে থাকতে হবে বান্দরবানে। বান্দারবানে থাকার জন্য রয়েছে হোটেল পূরবী, হোটেল গ্রিন হিল,হোটেল বিলকিছ, হোটেল প্রু ইত্যাদি। ভাড়া 80 থেকে শুরু করে 350টাকা পর্যন্ত। এছাড়া সরকারি রেস্টহাউসসহ জেলা পরিষদ,সড়ক ও জনপদ,বন বিভাগ,এলজিইডি ও পার্বত্য জেলা পরিষদের রেস্টহাউস আছে। এছাড়াও বান্দরবান জেলা থেকে 4.2কিঃমিঃ দূরে চিমবুক সড়কের মিলনছড়িতে রয়েছে দি গাইড টু্যরস লি. এর হিল সাইড রিসোর্ট।
এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি মনোরম কটেজ ঘর,ডরমিটর। কটেজগুলোর একক ভাড়া 750 টাকা দুজন 1000 টাকা। পুরো কটেজ ভাড়া নেওয়া যায়। বোম ঘরের ভাড়া একক 450 টাকা,2জন700টাকা,মারমা ঘরের ভাড়া জনপ্রতি 200টাকা,দুজনের 400টাকা, ডরমিটরির ভাড়া প্রতি বেড 150। বেশি বেড নিলে ভাড়া কম।
কি দেখবেনঃ
পুরো বান্দারবান জেলাই প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। বান্দরবান থেকে পুরো রাস্তা অাঁকাবাঁকা উচুনিচু। চিস্বুকে যাওয়ার পথের পাশে রয়েছে অসংখ্য উপজাতির আবাসসথল। ঘরগুলো মাচার মতো উঁচু করে তৈরি। চিমবুকের চূড়া থেকে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পাহাড় আর পাহাড়।
সবুজ-শ্যামল পাহাড়ের দৃশ্য চোখ জুড়ানোর অবসথা। পাহাড়ের মাঝখান দিয়ে প্রবাহমান সংঘ বা সাংগু নদী যা অপনাকে নিয়ে যাবে অনেক দূরে। সহানীয় উপজাতীয়দের সঙ্গে আলাপ করে জানা যায়, চিমবকের চূড়ায় দাঁড়িয়ে অনেক সময় মেঘও ধরা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।