যখন আমি কাজগুলোকে শুভরাত্রি বলে বিদায় দেই তারপর সময়ের পা গুলো যেন আর চলে না হয়তো রাতের চোখেও ঘুমের বড্ড তৃষ্ণা বলে .. এমন শুনশান নিরবতা বড় অসহায় লাগে এই নিথর রাত্র্রিতেও কিছু পাখির গুনগুন কান্নার শব্দ শুনি তখন ভাবি আমি একা নই বারান্দায় মাথা বাড়িয়ে চোখ মেলে তাকাই দূরে আহা ! কি সুন্দর কুয়াশায় মুড়ে আছে পূর্ণরাত যেন সুগন্ধ তুষারে মুড়ে আছে বৃক্ষসকল কী যে সৌভাগ্য আমার দক্ষিণের রাতগুলো কত সুন্দর ! -প্রান্তিক জসীম ১৭.১.১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।