বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের আগে কালিহাতির ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল স্টেশন মাস্টার জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি কালিহাতির ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।
“এর পর থেকে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।তবে বগি লাইনচ্যুত হলেও কেউ হতাহত হয়নি।”
বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধারকারী কোনো ট্রেন ঘটনাস্থলে পৌঁছেনি বলেও জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।