আমাদের কথা খুঁজে নিন

   

সময়ই বলতে পারে তা

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

একমাত্র সময়ই বলতে পারে তা- হারিয়ে গেছে সবাই, নিন্দুক সমালোচক বেঁচে আছে জীবনানন্দ, রূপসী বাংলা। এই বাংলার নদী-মাঠ-সবুজ-শ্যামল খুঁড়ে খুঁড়ে এখনো বানায় যারা সুরম্য প্রাসাদ কৃত্রিম সুবাস ভরে কাগজের ফুলে সাজায় ড্রয়ইং রুম, আপন নিবাস অচেনা সংস্কুতি এনে গড়ে জীবনের ধাপ এই শ্যামলে বাংলার বেনোজলে ভেসে যাবে তারা বেঁচে র'বে রবীন্দ্রনাথ, সোনার বাংলা। এই ভাটির দেশের কবিতার কলকব্জা খুলে লাগায় যানত্রিক লোহা যারা অচিন শকট এনে জারি-সারি-ভাটিয়ালী ভুলে গায় রক-পপ ও মেটাল গল্পের শরীরে বাঁধে ইটের সুরকি, ফ্যাট বাড়ি শোভা নিখাঁদ প্রকৃতি ছেড়ে বানায় বহুমাত্রিক ছবি সহসা কাল-বোশেখী ঝড়ে উড়ে যাবে তারা বেঁচে র'বে নজরুল, বিদ্রোহী বাংলা। একমাত্র সময়ই বলতে পারে তা- টিকবে কী এই যানত্রিক জীবনকলা কৃত্রিম আদলে গড়া বাংলার মুখচ্ছবি যতো? একমাত্র সময়ই বলতে পারে তা- সময়ের কলে দ্বিধা হবে সব নিন্দুক সমালোচক বেঁচে র'বে জীবনানন্দ-নজর ুল-রবীন্দ্রনাথ শেষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.