ঘুমিয়ে পড়ার আগে......
আমি দুইটি ঘটনা বর্ণনা করতেসি 1ম ঘটনা: তখন আমি স্কুলে পরি। এলাকার সবার সাথে পোরিচয় ছিল। একদিন মাগরিবের নামাজ পরতে যাচ্ছি হঠাৎ এলাকার এক বর ভাই বলল সাবিবর তোমার সাথে একটু কথা আছে তুমি কাউকে বলতে পারবেনা। তিনি বল্লেলন আমার কিছু টাকার দরকার পরে দিয়ে দিব। নিযের কাছে খুব গর্ববোধ হতে লাগল।
তারাতারি বাসাই এসে 200টাকা নিয়ে গেলাম। তারপর আর টাকা ফেরৎ দেওয়ার নাম গন্ধ নাই। আমিও আর টাকা ফেরৎ চাইতে পারলাম না। পরে শুনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। বেটা বলে ড্রাগ নিত।
2য়ঘটনা: এই ঘটনা বর্তমানের। আমাদের সামনের বাসাই এক সিয়ির ভাই থাকেন। চট্রগ্রামের নামকরা প্রইভেট ভার্সিটি তে ফার্মেসি তে পরালিখা শেষ করেছেন। ছোট বেলা থেকেই উনার সাথে পরিচয়। কিছু দিন আগে চাচি এসে বলল এই ছেলে নাকি চাচি থেকে টাকা নিয়ে গেছে উনার আম্মার লাগবে বলে।
আরেক দিন টাকা চাইতে আসলে চাচির সন্দেহ হয়। এখন খবর পাওয়া যাচ্ছে উনি আমাদের এলাকাই অনেক টাকা তুলেছে এই ভাবে। উনি বলে এক বছর ধরে ড্রগ নিচ্ছে। কিছুই বুঝতে পারলামনা এত দিন। এই ঘটনায় মনে বেস আঘাত পেলাম।
একটা ভাল ছেলে এই ভাবে নষ্ট হয়ে যাচেছ। এখন উনাদের দেখলেই মনে হয় আবার টাকা চাইবে। এটা কি উনাদের দোষ না অসুস্থতা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।