শনিবার ভোররাতে মেক্সিকোর সমুদ্রপাড়ের একটি পর্যটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মেক্সিকো কর্তৃপক্ষ।
তাকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে একটি দীর্ঘ, ভয়াবহ লড়াইয়ে বড় ধরনের অগ্রগতি অর্জন করলো মেক্সিকো সরকার।
৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ৫৬ বছর বয়সী গুজম্যান স্প্যানিশ ভাষায় “এল চ্যাপো” (পিচ্চি) নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া চক্রের প্রধান হিসেবে চক্রটি পরিচালনা করছিলেন।
গত কয়েক দশকে তিনি বিশ্বের সবচেয়ে সুগঠিত ও অন্যতম ক্ষমতাশালী অপরাধী চক্রের ‘বস’ হয়ে উঠেছিলেন, এমনকি ফোবর্স সাময়িকীতে বিশ্বের র্শীর্ষস্থানীয় কোটিপতিদের তালিকায় তার নামও উঠেছিল।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিল্লো কারাম বলেছেন, শনিবার ভোর সকালে গুজম্যানের নিজ রাজ্য মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলীয় সিনালোয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারকালে একটি গুলিও ছুঁড়তে হয়নি বলে জানিয়েছেন তিনি।
মাদক সম্রাটের এই গ্রেপ্তারে উল্লাস প্রকাশ করে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েতো শনিবার সকালে তার ট্যুইটার একাউন্টে তার নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
গুজম্যানের এই গ্রেপ্তার ২০১২ সালে মেক্সিকোর ক্ষমতায় বসা পিনা নিয়েতো’র জন্য এক বিশাল রাজনৈতিক বিজয় বলে জানিয়েছে রয়টার্স।
এই গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের সরকারও উল্লাস প্রকাশ করেছে।
গুজম্যানের সিনালোয়া চক্র যুক্তরাষ্ট্রে শত শত কোটি ডলারের কোকেন, গাঁজা ও মেথামফেটামাইনস চোরাচালান পরিচালনা করে থাকে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ ও এশিয়ায় মাদক সরবরাহের অন্যতম বড় উৎস হয়ে উঠেছিল সিনালোয়া।
এ ব্যবসার আধিপত্য ধরে রাখতে সিনালোয়া অন্যান্য প্রতিদ্বন্দ্বি গ্যাংগুলোর বিরুদ্ধে ভয়ানক লড়াই চালিয়ে আসছিল। এসব লড়াইয়ে গত সাত বছরে মেক্সিকোর পশ্চিম ও উত্তরাঞ্চলীয় মাদক পাচারের রুটগুলোর আশপাশে ৮০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
গ্রেপ্তারের পরপরই হেলিকপ্টারে চড়িয়ে গুজম্যানকে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।