পরাঞ্জয়ী...
সামনে একটা লাশ। ভয় পাচ্ছিনা মোটেও। খুন করেছি ওকে আমি। স্বীকার করছি আমিই খুন করেছি। মাত্র এক ঘন্টা আগেও কথা বলছিল আমার সাথে।
একটু আগেই তার হাতদুটি আমার দেহ-সাগরে মণি-মুক্তা খুঁজে বেড়াচ্ছিল! পানির সাথে যে বিষ মিশিয়েছিলাম তাতে ওর শরীরটা মরেছে, ওর আত্মাটা মরেছে আমার প্রতিহিংসার বিষে। আমি ওকে খুন করেছি, কিন্তু আমি খুনি নই!!! না আমি খুনি নই, কিছুতেই না!!
একেবারে যখন আমাকে ছেড়ে গেল ও, বললাম শেষবারের মত আরেকটিবার দেখা করতে চাই। ঠিক এভাবে না, আরেকটু কাব্যিক রঙ-ঢঙে "একটিবার চোখের দেখা দেখতে চাই, আর কখনও তোমার পথের কাঁটা হবনা, বিশ্বাস করো!!" বেঈমানরা বরাবরই বড্ড বোকা হয়। মৃত্যুপথ যাত্রীর শেষ চাওয়া মনে করে মঞ্জুর হল আমার নিবেদন! আমার ঘরের সামনে যখন এল সে কেঁপে উঠলো ঘরের সমস্ত আসবাব, যেন বিশ্বাসঘাতকের উপস্থিতির প্রতিবাদ জানাচ্ছে ওরা। সেই চোখ, যাতে ডুবে যেতাম আমি, সেই মন ভুলানো হাসির মনোহর আওয়াজ, শুধু সারা মুখে বিশ্বাসহীনতার খুব অস্পষ্ট কিন্তু দৃষ্টিগোচর আবরন!!
হাতটা ধরলাম।
বাধা দিলনা। হয়ত ভাবলো "থাক না, এইতো শেষবারের মত"। আমিও মনে মনে বললাম "এই তো শেষ বারের মত"। টিমটিমে আলোর মাঝে আমার মুখের ক্রুর হাসি ওর চোখে পড়েনি! বললাম "শেষবারের মত কিন্তু প্রথমবার তোমাকে সম্পূর্ন রূপে চাই আমি, দেবে?" রাজি হল। হয়ত এতটা আশা করেনি।
"আমিও কি আশা করেছিলাম এমনি করে গলা টিপে মারবি আমার সব ভরসা গুলোকে?" দুটি শরীরের দুরত্ব কমছিলো আস্তে আস্তে।
আরেকটু................ আরেকটু...............আর একটু খানি...............
বাতাসে শো শো করে কে যেন কানের কাছে বোলবো "এ কি করছিস সর্বনাশী, যাসনে যাসনে পোড়ামুখী!" কান টা চেপে ধরেই কাছে গেলাম। তখন আমার কানের কাছে স্রেফ একটা ভারী নিঃশ্বাসের আওয়াজ! যেন একটা ভ্যাম্পায়ার আমার ঠোঁট থেকে চুষে নিচ্ছিল আমার সব জীবনি শক্তি! ঘাড়ে গলায় ছোপ ছোপ রক্ত জমে গেল, গাঢ় কালচে রঙের! যাবার আগে নিজের উপস্থিতির সিলমোহর এঁকে দিচ্ছে, যেন কেউ কখনও চাইলেও না ছুঁতে পারে আমাকে!! "ছি!! আমি তো ভালবাসি তোকে, তোর কাছে আমার কোন শূচিবায়ুতা নেই, কিন্তু তুই তো ছেড়ে যাবি, ভালও বাসিস না আমাকে, লজ্জা হচ্ছে না আমাকে ছুঁতে? ছি! অবশেষে পুরুষ বেশ্যাই হলি তুই?"
আজ আমি তুষ্ট হবনা। কিছুতেই না। এত জিঘাংষা নিয়ে তুষ্টি হয়না।
আমিও চাই অতৃপ্ত থাকতে। আজীবন সেই অতৃপ্তি নিয়েই তৃপ্ত হব আমি, আজীবন!! আজ তোর পেষনেই আমি ভেঙ্গে চুরমার কোরবো তোকে ঘিরে আমার যত স্বপ্ন। একসময় থেমে গেল সে, স্তব্ধ চারদিক। কে যেন বলে উঠলো "শেষ....... সব শেষ"। পরম যত্নে হাত বুলালম তোর নগ্ন শরীরে।
"এই নাও পানি, বড্ড ক্লান্ত হয়ে গেছ" আমার সারামুখে ছড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর নিষ্ঠুর হাসিটা দেখলো না সে!!
ঢক ঢক করে গ্লাসটা খালি করে ফেললো নরাধমটা। মাত্র আধঘন্টা,তারপর সব শেষ। আমি বসলাম ওর মাথার কাছে। ছোট্ট করে বিলি কাটলাম চুলের ফাঁকে। হাতটি চেপে ধোরলো আমার।
বললো " কোথায় যেন বাজছে বড্ড, যেতে মন চায়না। পারবে ক্ষমা করে ফিরিয়ে নিতে, আরেকবার?" থমকে গেলাম আমি "ছি!! নির্লজ্জ!!" আমার সারা সত্ত্বা চিৎকার করে বলছে "মর, মর, মর"। ঘড়ির দিকে চাইলাম, আর মাত্র ১৫ মিনিট। ঘুমিয়ে যাবে,আর ভাঙবেনা সেই ঘুম! আস্তে করে হাত বুলালাম নষ্ট ঐ শরীরটায়। হঠাৎ বমি!! তারপর হাত নেড়ে কিছু বলতে চাওয়া।
তারপর ঢলে পড়া। আমার মুখে হাসি। সে হাসি বিজয়ের, সবটুকু অর্জনের.....................
তুই শুধু আমার, শুধুই আমার..........................
এখনও আছি লাশ টার সাথে........চুপচাপ লাশটার বুকে মাথা গুঁজে.................সেই শান্তি এখনকার মৃত এই বুকটাতে, যা ছিল শুরুতে..........একদম শুরুর দিকে!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।