এবার পোশাকশ্রমিকদের নেতা হতে চান নৌপরিবহনমন্ত্রী শাহাজান খান। দীর্ঘদিন ধরে তিনি পরিবহনশ্রমিকদের নেতা হয়ে আছেন। এখন আগ্রহ দেখাচ্ছেন দেশের সবচেয়ে বড় শিল্প খাত পোশাক খাতের প্রতি। প্রায় ছয় মাস আগে তিনি গঠন করেছেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ নামের একটি সংগঠন। আর প্রশাসনের সহায়তায় আয়োজন করা সেই সংগঠনের প্রথম মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল গাজীপুর এলাকায় ব্যাপক ভাঙচুর ও রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি সামলাতে শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়। গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই মহাসমাবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন তৈরি পোশাকমালিকেরা। সমাবেশের আয়োজক সংগঠনটির আহ্বায়ক নৌপরিবহনমন্ত্রী। মন্ত্রীর কারণেই কোনো তৈরি পোশাকমালিক সরাসরি বক্তব্য দিতে চাননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক মালিক বলেন, সড়ক পরিবহনশ্রমিকদের বড় নেতা শাজাহান খান। তিনি এখন পোশাকশ্রমিকদের নেতা হতে চাচ্ছেন। এরই অংশ হিসেবে মজুরি বাড়ানোর মতো জনপ্রিয় বিষয় সামনে রেখে এই মহাসমাবেশের আয়োজন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল পোশাক-শ্রমিকেরা এই মহাসমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা কারখানা, যানবাহন, আশপাশের ব্যাংক, শোরুমসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছেন।
তাঁরা চন্দ্রা এলাকার একটি কারখানায় ভাঙচুরের সময় ওই কারখানার শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে উপজেলার শতাধিক শিল্পকারখানা ছুটি ঘোষণা করা হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।