আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় Registry ফাইল বাদ দিন

আসসালামু আলাইকুম। কেমন আছেন টেকটিউনস বন্ধুরা। এটাই আমার প্রথম টিউন। লিখায় ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কখনো কখনো কম্পিউটার ইনস্টল করা কোনো সফটওয়্যার ডিলিট বা আন-ইনস্টল করার পরও তা Registry তালিকায় থেকে যায়।

কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার অথবা প্রোগ্রাম ব্যবহারকারী ভুলবশত আন-ইনস্টল না করে সরাসরি ডিলিট করলে সাধারণত এ সমস্যা দেখা দেয়। কম্পিউটার ব্যবহারকারীকেই মাঝেমধ্যে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে দেখা যায়। এ সমস্যার একটি ভাল সমাধানের জন্য আপনাকে উইন্ডোজের রেজিস্ট্রি ফাইলটি সম্পাদনা করতে হবে।
আর এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো: click –> start > run >
ডায়ালগ বক্সে regedit কথাটি লিখুন ।
এরপর HKEY-LOCAL-MACHINE > SOFTWARE
Microsoft >Windows >Current Version > Uninstall অংশে চলে যান।

এখন এখান থেকে যে সফটওয়্যারগুলোকে আপনি ইতিমধ্যে আন-ইনস্টল বা ডিলিট করে ফেলেছেন, তা ওই তালিকা থেকে নির্বাচন করে মুছে ফেলুন। এখন রেজিস্ট্রি এডিটরটি বন্ধ করে বেরিয়ে আসুন।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন । ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.