আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখের উত্তরাধিকার…



সুবর্ণ কঙ্কণ পরা রমণীদের কাব্যে, নৈরাশ্য আর অপ্রতিশ্রুতিময়তার মেঘ বৃষ্টি হয়ে ঝড়েছিলো আমার অনুভূতির কোমল আঙ্গিনায়…৷ ফ্যানী ব্রাউন কিংবা ক্লিওপেট্রার প্রেম-প্রবঞ্চনা পরিযায়ী পাখিদের পায়ে পায়ে, ডানার ভাঁজে হিমালায়নের যাযাবর ড্রেজেলের কণায় কণায় এসে জমা হয় অদৃষ্টের উত্তরাধিকারে…৷ এভাবেই কত যুগ যগান্তরে: দাস দাসন্তের কালো চামড়া নিপীড়নের দুঃখ, নিস্পাপ কয়েদীর বন্দী কারা- প্রকোষ্ঠের দুঃখ, জল্লাদের উদ্দ্যত খড়গের নীচে অসহায়ের দুঃখ, দুঃসাহসী যোদ্ধার বেয়োনেটে নিথর হবার দুঃখ, আদি,অনাদি কাল হতে: প্রেম-প্রবঞ্চনা… শত যুদ্ধ, অগনন খুন ধর্ষণ আর অনাচারের দুঃখ জমা হয়েছে আমার ব্যক্তিগত আকাশের সীমানায় ৷ সহস্র বছরের বেদনার উত্তরাধিকারী আমি আজ বড় বেশি ক্লান্ত, আহত, ক্ষত-বিক্ষত, উন্মাদ, অসহায় এবং বিকারগ্রস্থ !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।