সংকট সমাধানে সংলাপ অনিবার্য। সদিচ্ছা ও আন্তরিকতার অভাব থাকলে লোক দেখানো সংলাপ করে কোন লাভ নেই বলে ফেনীতে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে ফেনী সরকারী কলেজে মাস্টার্স কোর্স উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।
যোগাযোগমন্ত্রী বলেন, আমরা আগেও বলেছি ওয়ান সাইডেট নির্বাচন করতে আমরা চাইনা। সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে আমরা নির্বাচনে যেতে চাই। আমাদের দেশের অতিতে সংলাপের রেকর্ড ভাল নয়। সংলাপের জন্য মনটা পরিষ্কার থাকতে হবে। শর্ত দিয়ে কখনও সংলাপ হয় না।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক উৎপল কান্তি বৈদ্যের সভাপতিত্বে মাস্টার্স কোর্স উদ্বোধন ও অভিভাবক সমাবেশে ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খোন্দাকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পেৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী বক্তব্য রাখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।