আমাদের কথা খুঁজে নিন

   

বাহারি গ্যাজেট

আজকালকার ছেলেমেয়েদের কাছে ল্যাপটপ, মোবাইল ফোন প্রভৃতি গ্যাজেটগুলো শুধুই ইলেকট্রনিক সামগ্রী নয়। নিজের পোশাকের মতো এগুলোও তাদের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি।
গ্যাজেট বলতে প্রথমেই মনে আসে মোবাইল ফোনের কথা। বাজারে রয়েছে হাজারটা ফিচার নিয়ে হরেক রকমের মোবাইল ফোন। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ‘গ্যাজেট এন্ড গিয়ার’-এ কর্মরত তপু জানান, “এই মুহূর্তে বাজারের সবচেয়ে সুন্দর হ্যান্ডসেট নিঃসন্দেহে এইচটিসি-১।


ইউনিবডি শেইপের মোবাইল ফোনটির কেসিং পুরোটাই অ্যালুমিনিয়ামের তৈরি। সেটটির বর্তমান দাম ৫২ হাজার টাকা।
মোবাইল ফোনের নানান ধরনের কভার
মোবাইল ফোনের নানান ধরনের কভার
এর পরেই অ্যাপলের আইফোনগুলোর নাম আসে। মেটাল ফ্রেমিং করা হ্যান্ডসেটগুলোর পেছনের প্যানেল সিরামিকের তৈরি। এদের বর্তমান দাম ৪৮ হাজার থেকে ৫৬ হাজার টাকা।


তবে নতুন প্রজন্মের ক্রেতাদের কাছে আরও একটি জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং। বর্তমানে প্রতিষ্ঠানটির সবচেয়ে সুন্দর হ্যান্ডসেট গ্যালাক্সি এস-ফোর। ৫ ইঞ্চি স্ক্রিন, অ্যানড্রয়েড স্মার্টফোনে রয়েছে অ্যামোলেড ডিসপ্লেসহ অন্যান্য আরও অনেক রকম ফিচার। এখকার দাম ৫০ হাজার টাকা। বাজেট আরেকটু বাড়ালে নিতে পারেন ব্ল্যাকবেরি’র পোরশে।


এছাড়া আরেকটু কম বাজেটে স্টাইলিশ ফোনগুলোর মধ্যে রয়েছে সনি’র এক্সপেরিয়া সিরিজ। বসুন্ধরা সিটি শপিং সেন্টারের ‘টেলেসেন্স’-এ কর্মরত আলী হোসেন জানান, “স্টাইলিশ ডিজাইন, সেই সঙ্গে দাম তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় নতুন প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় ব্র্যান্ড এক্সপেরিয়া। ”
এই অ্যানড্রয়েড মোবাইল ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় স্কয়ার শেইপের ‘এক্সপেরিয়া জেড’ এবং ‘এক্সপেরিয়া জেড আলট্রা’।
ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ পড়ুয়া মাহী জানান, “আমাদের প্রজন্ম অনেকেই বড় স্ক্রিন পছন্দ করে। সত্যিকথা বলতে আমি নিজেও খানিকটা পছন্দ করি।

তবে আমাদের মতো যাদের দিনের বেশিরভাগ সময় বাইরে কাটাতে হয়, তাদের বড় স্ক্রিন ব্যবহার করাটা বেশ ঝামেলাপূর্ণ। তাই, এক্সপেরিয়া। ফোনটা এত স্টাইলিশ যে বড় স্ক্রিনের ক্ষোভ পুষিয়ে যায়। ”
মাহীর সহপাঠী নাহিদের মুখে প্রশংসা শোনা গেল আরও খানিকটা। তিনি বললেন, “আমাদের মতো যারা গানপাগল সনি এরিকসন তাদের বরাবরই পছন্দ ছিল।

এখন এরিকসন নেই, এক্সপেরিয়া ঠিক সেই মানটা ধরে রেখেছে। ”
আইফোনের বিভিন্ন রকম র্যা প
আইফোনের বিভিন্ন রকম র্যা প
এরপর আসি রঙিন হ্যান্ডসেটের দুনিয়ায়। যাদের রং মিলিয়ে চলার অভ্যাস, উজ্জ্বল রং পছন্দ, তাদের জন্য রয়েছে নোকিয়া’র লুমিয়া ফাইভ টোয়েন্টি এবং লুমিয়া সিক্স টোয়েন্টি সিরিজ দুটি। হলুদ, পার্পল, লেমন, সাদা, কালো— ছেলেমেয়ে নির্বিশেষে সবার পছন্দের রংগুলো নিয়ে হাজির হয়েছে নকিয়ার লুমিয়া সিরিজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্রী নিশিতা বললেন, “অনেকদিন ধরেই একটু উজ্জ্বল রংয়ের সুন্দর স্মার্টফোন কিনতে চাচ্ছিলেম।

লুমিয়া ফোনগুলো দেখেই পছন্দ হয়ে গেল। আর উইন্ডোজ ফোনের ইন্টারফেসেও বেশ নতুনত্ব রয়েছে। তাই নিয়ে নিলাম। ”
সুন্দর ইন্টারফেস ছাড়াও লুমিয়া সিরিজের আরেকটি বিশেষত্ব এর হার্ডওয়্যার। নকিয়া হ্যান্ডসেটগুলোর হার্ডওয়্যার বরাবরই ভালো।

তবে লুমিয়া সিরিজের রঙিন পলিকার্বোনেট ব্যাকপ্যানেল দেখার মতো সুন্দর। হ্যান্ডসেটগুলোর সুবিধা হচ্ছে এর ব্যাক কাভারগুলো পালটানো যায়। আর কাভারগুলো পলিকার্বোনেট হওয়ায় দাগ পড়ে না।
যদি মোবাইল কোম্পানির ডিজাইনের ভরসায় না থেকে আপনার সাধের হ্যান্ডসেটটি পুরোপুরি নিজের বানিয়ে নিতে চান, তাহলে রয়েছে জিমাস্ক।
জিমাস্কের মাধ্যমে নিজের পছন্দ অনুযায়ী নকশা বেছে নিয়ে পাল্টে নিতে পারেন আপনার মোবাইল ফোনের ব্যাক কাভারের রং।

এক্ষেত্রে খরচ পড়বে ৮শ’ থেকে ১ হাজার টাকা। আর ডিজাইন যদি নিজে পছন্দ করেন, তার জন্য অতিরিক্ত ৩শ’ টাকা খরচ হবে। ধারে কাছে কথাও দোকান না পেলে চলে যান সুন্ধরা সিটি শপিং সেন্টারে। সেখানে মিলবে জিমাস্কের নানান র‌্যাপ বা ঢাকনা।
মোবাইল ফোনের পরেই আসে ইদানিংকালের বেশ জনপ্রিয় গ্যাজেট ট্যাবের কথা।

বলাই বাহুল্য এদের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় অ্যাপলের আইপ্যাড। পুরোপুরি মেটালের তৈরি ট্যাবটির মূল্য বর্তমানে ৪০ হাজার টাকা। এছাড়া রয়েছে সনি’র অ্যানড্রয়েড ট্যাব এক্সপেরিয়া জেড।
বাহারি হেডফোন
বাহারি হেডফোন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র মুশফিক বলেন, “আমি ডেস্কটপ ব্যবহার করি। ওটা বাইরে নিয়ে বের হওয়ার তো প্রশ্নই ওঠে না।

তাই ট্যাব ব্যবহার করি। ল্যাপটপের চাহিদা অনেকটাই পুষিয়ে দেয়। স্ক্রিন বড় থাকার ফলে আরামে গেইম খেলা যায়, মুভিও দেখা যায়। ”
ল্যাপটপের দুনিয়ায় স্টাইল রাজ্যের রাজা হিসেবে কর্তৃত্ব বজায় রেখেছে অ্যাপল। এই প্রতিষ্ঠানের ম্যাকবুকগুলো অ্যালুমিনিয়ামের তৈরি।

এর পরেই আসে সনি’র ভায়ো ল্যাপটপ। যেগুলো ম্যাগনেসিয়াম অ্যালয়ে তৈরি। দাম পড়বে ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া রয়েছে এইচপি’র স্পেকটার থার্টিন-এক্সটি, লেনেভো’র কার্বন-এক্স ওয়ান। ডেল এর স্টাইলিশ ল্যাপটপের মধ্যে রয়েছে এক্সপিএস থার্টিন জি এবং ফোরটিন জি।

এগুলোর দাম পড়বে ১ লাখ ৮৫ হাজার টাকা।
অপেক্ষাকৃত সস্তা ল্যাপটপের মধ্যে রয়েছে ফুজিতসু প্রতিষ্ঠানের লাইফবুক সিরিজ। বিভিন্ন রংয়ের ব্যাক কাভারযুক্ত এই ল্যাপটপগুলোর বর্তমান দাম ৩২ হাজার থেকে ৮২ হাজার টাকা। এছাড়া ভিন্ন রংয়ের ল্যাপটপের মধ্যে রয়েছে ডেল প্রতিষ্ঠানের ইন্সপিরন সিরিজ।
তবে চাইলে জিমাস্কের মাধ্যমে নিজের পছন্দ অনুযায়ী নকশা বেছে নিয়ে রঙিন করে ফেলতে পারবেন আপনার ল্যাপটপের উপরিভাগ।

এক্ষেত্রে খরচ পড়বে ২ হাজার ৪শ’ টাকা। আর ডিজাইন বা নকশা যদি নিজে পছন্দ করেন, তার জন্য অতিরিক্ত লাগবে ৫শ’ টাকা।
মোবাইল ফোনের রূপ পরিবর্তনে নানান ধরনের স্টিকার
মোবাইল ফোনের রূপ পরিবর্তনে নানান ধরনের স্টিকার
এই প্রজন্মের কাছে আরেকটি নিত্যপ্রয়োজনীয় গ্যাজেট ক্যামেরা। হালের ফ্যাশন ডিএসএলআর বা এসএলআর কেনার সামর্থ্য না থাকলেও, প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ধরে রাখতে সবাই কম বেশি ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেন।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ‘ক্যামেরা ওয়ার্ল্ড’-এ কর্মরত শাহীন হোসেন জানান, “রংবেরংয়ের সুন্দর ক্যামেরাগুলোর মধ্যে সনি প্রতিষ্ঠানই সবচেয়ে বেশি জনপ্রিয়।


এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা কী পছন্দ করছেন সে বিষয়ে জানতে চাইলে শাহীন বলেন, “মার্কেটে এখন সবচেয়ে বেশি চলছে সনি টিএক্স-টু হানড্রেড। ১৮.২ মেগাপিক্সেল বিশিষ্ট ক্যামেরাটির অপটিক্যাল জুম ৫এক্স থেকে ১০এক্স। বতর্মান দাম ৩০ হাজার টাকার মধ্যে। ”
এছাড়াও রয়েছে সনি’র ডব্লিউএক্স-ফিফটি। ১৬.২ মেগাপিক্সেল বিশিষ্ট ক্যামেরাটির অপটিক্যাল জুম ১০এক্স।

দাম ১৩ হাজার ৫শ’ টাকা।
অন্যান্য গ্যাজেটের মধ্যে এখন হেডফোনের ব্যবহার বেশ জনপ্রিয়। আইডিবি, বসুন্ধরা সিটি সব ঘুরে দেখা গেল ডক্টর ড্রে’র বিটস এবং স্কালক্যান্ডি’র জয়জয়কার।
আইডিবি ভবনে মিউজিক ওয়ার্ল্ডে কর্মরত শামীম হাসান বলেন, “আসলে নানান রংয়ের নকশাগুলোর জন্য কমবয়সী ছেলেমেয়েরা স্কালক্যান্ডি পছন্দ করে। তাছাড়া হেডফোনগুলোর মানও ভাল।


নতুন প্রজন্মের স্টাইলের কথা মাথায় রাখতে গেলে আরও একটি অনুষঙ্গ রয়েছে। সেটি হচ্ছে গেমিং-মাউস। কথা হচ্ছিলো নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে পড়ুয়া আদনানের সঙ্গে। তিনি বললেন, “এখন পর্যন্ত রজ্ এবং নাগাই গেমিং-মাউস কদর বেশি। এদের নতুন পণ্য বাংলাদেশে পাওয়াও যাচ্ছে।


আগে গুটিকয়েক কিছু ছেলেমেয়ের মধ্যে সীমাবধ্য থাকলেও গ্যাজেটগুলো এখন কমবেশি সবার কাছেই জনপ্রিয় এবং প্রয়োজনীয়।
 
ছবি : সাকিব-উল-ইসলাম

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।