আমাদের কথা খুঁজে নিন

   

বাহারি কুশনে ঘরের সৌন্দর্য

শুধু কুশন কিনলেই হবে না, হাল ফ্যাশনের কথা চিন্তা করে কিনতে হয় এর মোড়ক, মানে কাভার। মাথায় এল কুশন দিয়ে ঘর সাজাব। যেই কথা সেই কাজ! বেরিয়ে পড়লেন কুশন আর কাভার কিনতে! তাহলে একটু থামুন, কুশন কেনার আগে ঠিক করে নিন ঘরের কোন কোন অংশে আপনি কুশন দিয়ে সাজাবেন। পাশাপাশি সোফা বা বিছানা অনুযায়ী কুশনের মাপ বুঝে নিতে ভুলবেন না। আবার একই মাপের অনেক কুশন না কিনে বিভিন্ন মাপের কিনতে পারেন।

এছাড়া কাভার কেনার সময় ঘরের দেয়াল, পর্দা এসবের রংয়ের সঙ্গে মানানসই কুশন কাভার কিনলে মানায় বেশি।
সবকথা মাথায় রেখে কিনে আনলেন কুশন। এখন কোথায় কীভাবে রাখবেন?
এই বিষয়ে বিবিয়ানা ফ্যাশন হাউজের কর্ণধার লিপি খন্দকার জানান, “কোয়ালিটি, রং এবং আকৃতির উপর নির্ভর করবে কোথায় কেমন কুশন ব্যবহার করবেন। বিছানায় ব্যবহারের জন্য একটু ছোট কুশন ঘরের এবং বিছানার সৌন্দর্য বাড়াতে সহায়ক হবে। আর সোফা কিংবা ডিভানের জন্য কিনতে পারেন বড় কুশন।

তবে এক্ষেত্রে সোফার মাপ মাথায় রাখতে হবে। ”
তিনি আরও জানান, বাচ্চাদের ঘর সাজাতে বিভিন্ন রংয়ের নানান আকৃতির কুশন রাখলে ছোটরা মজা পাবে বেশি। এক্ষেত্রে পুতুল বা বিভিন্ন কার্টুনের আকৃতির কুশন এখন বেশ বিক্রি হচ্ছে। লম্বাটে জায়গায় বালিশ আকৃতির কুশন ভালো মানায়।
লিপি বলেন, ‍“কম্পিউটার বা পড়ার ঘরের চেয়ারে কোনাকুনি রাখুন কুশন।

লিভিং রুমের একপাশের মেঝেতে ম্যাট বিছিয়ে দেয়াল ঘেঁষে রাখতে পারেন নানা আকৃতি ও রংয়ের কুশন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে মানানসই হয়েছে কিনা। ড্রয়িং রুমে ডিভান থাকলে ৩-৪ আকৃতির মিশেলে কুশন ব্যবহার করা যেতে পারে। ”
এই ডিজাইনার আরও জানান, “এখন অনেকে ডাইনিং রুমের জন্য ফল আকৃতির কুশন ব্যবহার করে থাকেন। পাশাপাশি ফুলপাতাসহ বিভিন্ন রংবেরংয়ের কুশন ব্যবহার করলে ভালো লাগে।

গাড়ির ভেতরে আরাম করতে ও সাজসজ্জার জন্য এখন অনেকেই কুশন ব্যবহার করে থাকেন। এসব ক্ষেত্রে সিল্ক অথবা ভারি কাজ করা কুশন ব্যবহার করলে ভালো হয়। ”
কুশন তৈরির কাপড়টাও তো ভালো হওয়া চাই। এতে কুশন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। বাজারে অনেক ধরনের কাপড়ের কুশন কাভার হয়ে থাকে।

এক্ষেত্রে একটু ভালো মানের কাপড় পছন্দ করা উচিত। এতে দামটা বেশি পড়লেও টেকসই হবে দীর্ঘদিন। এছাড়া হাতে যদি সময় থাকে তাহলে নিজেই তৈরি করে নিতে পারেন পছন্দ অনুযায়ী কাভার। এক্ষেত্রে হাতে সূঁচ ও সুতার মাধ্যমে সেলাই করে নিতে পারেন বিভিন্ন নকশা। কুশনের কাভারে আলাদা কাপড় ডিজাইন অনুযায়ী কেটে লাগিয়ে দিলে বৈচিত্র্য পাওয়া যাবে।

হাতে সেলাই করার সময় আলাদা কাচ লাগিয়ে দিলে আপনার কুশন কভার হবে আকর্ষণীয়।
এত ঝক্কি-ঝামেলায় না যেতে চাইলে একটি চক্কর দিয়ে আসতে পারেন দেশীয় বুটিকগুলোর বিক্রয়কেন্দ্রগুলোতে। তারা তৈরি করছে নিজস্ব নকশায় বিভিন্ন রকম কাভারসহ কুশন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আড়ং, কে-ক্রাফট, বিবিয়ানা, নাগরদোলা, অঞ্জনস, চরকা কিংবা এটসেটরা।
এছাড়া চলে যেতে পারেন ঢাকার নিউমার্কেট, মৌচাক মার্কেটের পেছনে আনারকলি মার্কেট ও গুলশান ১ নম্বর মার্কেটে।

মাপ অনুযায়ী কুশনের দাম বিভিন্ন রকম পড়বে। কাভারের ক্ষেত্রেও কাপড়, ডিজাইন ও মাপ অনুযায়ী দামের ভিন্নতা পাওয়া যাবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।