শনিবার ইব্রাহিমোভিচ আর তার আক্রমণের সঙ্গী উরুগুয়ের এদিনসন কাভানি পুরোটা সময় ব্যাতিব্যস্ত রাখেন নিসের রক্ষণভাগ। প্রথম ৩০ মিনিটের মধ্যে দুজনেরই একটি করে গোল অফসাইডের কারণে বাতিল হয়।
তবে বিরতির ছয় মিনিট আগে গোল করে দলকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ।
গোলের পর কাভানির সঙ্গে ইব্রাহিমোভিচের উদযাপন। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে কাভানিকে নিসের গোলরক্ষক ফেলে দিলে পেনাল্টি পায় পিএসজি, যা থেকে ব্যবধান দ্বিগুন করেন ইব্রাহিমোভিচ।
গোলের পর কাভানির সঙ্গে ইব্রাহিমোভিচের উদযাপন।
খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে নিস একটি গোল শোধ করলেও ছয় মিনিট পর লুকাসের ক্রস খেকে হেড করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার সঙ্গে সঙ্গে দলের জয় নিশ্চিত করেন ইব্রাহিমোভিচ। এ নিয়ে এ মৌসুমে লিগে তার গোল হলো ৮টি।
এই জয়ে গত ৩৩টি ম্যাচ ধরে অপরাজিত থাকলো পিএসজি। লিগে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল। শনিবার তারা গিউয়েনগাম্পের সঙ্গে গোলশূন্য ড্র করে।
শুক্রবার ইভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা মোনাকো ২৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।