আমাদের কথা খুঁজে নিন

   

পিএসজির টানা দ্বিতীয় জয়

ঘরের মাঠে পিএসজির জয় নিশ্চিত করতে জোড়া গোল করেন সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।
ম্যাচের পঞ্চম মিনিটেই ফরাসি লিগ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। ডাচ ডিফেন্ডার গ্রেগরি ফন দার ভিলের পাস থেকে গোলটি করেন তিনি।
২০ মিনিট বাদে ইতালির মিডফিল্ডার মার্কো ভেরাত্তির পাস থেকে ব্যবধান বাড়ান ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনহোস।
আর ৩০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন স্বাগতিকদের সবচেয়ে বড় তারকা ইব্রাহিমোভিচ।

ব্রাজিল মিডফিল্ডার থিয়েগো মোত্তার কর্নার থেকে লক্ষভেদ করেন তিনি।
বিরতির পর বেনফিকা কিছুটা ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। ব্যবধান বাড়াতে পারেনি প্যারিসের দলটিও।
‘সি’ গ্রুপের অপর ম্যাচে গ্রিসের অলিম্পিয়াকোসও ৩-০ গোল হারিয়েছে বেলজিয়ামের অ্যান্ডারলেখটকে। গ্রিক দলটির পক্ষে হ্যাটট্রিক করেন স্ট্রাইকার কন্সট্যান্টিনোস মিত্রোগ্লু।


টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পিএসজি। সমান তিন পয়েন্ট করে নিয়ে পরের দুই স্থানে আছে অলিম্পিয়াকোস ও বেনফিকা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.