আমাদের কথা খুঁজে নিন

   

পিএসজির জয়, লিওর হার

বুধবার রাতে ভ্যালেনসিয়েনের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে পিএসজি। বিরতির ঠিক আগে বিজয়ীদের মহামূল্যবান গোলটি করেন উরুগু্য়ের স্ট্রাইকার এদিনসন কাভানি। ২০০১-০২ থেকে ২০০৭-০৮ পর্যন্ত টানা আট মৌসুম ফরাসী লিগের চ্যাম্পিয়ন লিও ২-১ গোলে হেরে গেছে আজাকসিওর কাছে। ১৮ ও ৭০ মিনিটে স্বাগতিক আজাকসিওর দুই গোলদাতা আলজেরিয়ান মিডফিল্ডার সেলিম আরাশে ও গিনির স্ট্রাইকার আবুবকর কামারা। ৫৬ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার স্টিড ম্যালব্রাঙ্ক সমতা ফেরালেও হার এড়াতে পারেনি লিও। উল্টো শেষ মুহূর্তে ফরাসী স্ট্রাইকার আলেকসান্দ্রে ল্যাকাজেত্তের লাল কার্ড লজ্জায় ফেলে দেয় তাদের। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আপাতত লিগের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করা লিওর অবস্থান অষ্টম।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.