আমাদের কথা খুঁজে নিন

   

‘সংকট উত্তরণে সংলাপে বসুন’

তিনি বলেন, “সরকারকে বিনীতভাবে বলতে চাই, এখনো সময় আছে- জনগণের মুখের ভাষা বুঝতে চেষ্টা করুন। আমরা রক্তপাত চাই না, শান্তি চাই। সংকট উত্তরণে সংলাপে বসুন। ’’
রোববার দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
মাহবুবুর রহমান বলেন, সরকার দেশের মানুষের কাছ থেকে দূরে সরে গেছে।

তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে জোর করে নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধান থেকে তুলে দিয়েছে। এখন তারা সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন করতে চায়। এরকম বিধান বিশ্বের কোথাও নেই।
আগামী নির্বাচন বিষয়ে দলের অবস্থান তুলে ধরে সাবেক সেনা কর্মকর্তা এই বিএনপি নেতা বলেন, “আমরা দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। দেশের জনগণ মনে করে, কেবলমাত্র নির্দলীয় সরকারের অধীনেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

’’
২৪ অক্টোবরের পর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মাহবুবুর রহমান বলেন, “অক্টোবর মাসে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিলো। চীনের স্বাধীনতা এসেছিলো ওই মাসে। সরকারকে বলব, অক্টোবরের মাসেই আপনারা জনগণের দাবি মেনে নিন। ’’
জাতীয় প্রেস ক্লাবের সভাকক্ষে ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন: জনগণের প্রতিবাদ না সরকারের ইচ্ছা আকাঙ্ক্ষার বাস্তবায়ন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে অল কমিউনিটি ফোরাম।
সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আশরাফউদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান মিলন, নির্বাহী কমিটির সদস্য মো. হানিফ, সাংসদ সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহে আলম।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।