আমাদের কথা খুঁজে নিন

   

কেনিয়ার শপিং মলে বিস্ফোরণ, গুলি

সেনারা নতুন নতুন কয়েকটি জায়গায় অবস্থান নিয়েছে। ঘটনাস্থল থেকে এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারাই বিস্ফোরণ ঘটিয়ে ছাদ ভেঙে ভেতরে পৌঁছানোর চেষ্টা করছেন।
এরই মধ্যে নিরাপত্তাবাহিনী কয়েকজন জিম্মিকে উদ্ধার করতে পেরেছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা্।
শপিং মলটিতে হামলার ঘটনায় ৬৮ জন নিহত হয়েছে। টিভিতে সেনাদেরকে কমপ্লেক্সটির দিকে দৌড়ে যেতে দেখা গেছে।

প্রায় ১০ জন হামলাকারী শপিং মলের ভেতরে আছে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা বাহিনীই বিস্ফোরণ ঘটাচ্ছে নাকি জঙ্গিরা ভেতর থেকে বিস্ফোরণ ঘটাচ্ছে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সাইরাস ওগুনা।
ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, পুলিশ জঙ্গিদের আরো কাছে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সকালেই দুইজন জঙ্গি নিহত এবং আরো কয়েকজন জঙ্গি আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিবিসি’র সাংবাদিক মাইক উলড্রিজ নাইরোবি থেকে জানিয়েছেন, বিপণীবিতানের ভিতরে আটকে পড়াদের পরিস্থিতি খারাপ হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে অচলাবস্থা নিরসনে জঙ্গিদের সঙ্গে লড়াই করছে কেনিয়ার নিরাপত্তা বাহিনী।


কেনিয়ার নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানিয়েছে, ঘটনার অবসান ঘটাতে বিপণিবিতানটিতে সশস্ত্র অভিযান শুরু করা হয়েছে।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচ মিনিট ধরে প্রবল গোলাগুলির শব্দ শোনা গেছে। এরপর কিছুক্ষণ সবকিছু চুপচাপ থাকার পর কয়েক ধাপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিপণিবিতানটিতে লড়াই চলছে বলে নিশ্চিত করেছেন কেনীয় রেডক্রসের মহাসচিব আব্বাস গুলেত। আরেকটি সংবাদ সংস্থার এক ফটো সাংবাদিক জানিয়েছেন, বিপণীবিতানের চারদিকে মোতায়েন সেনাদের মাথা নিচু করে আড়াল নিতে বাধ্য হতে দেখেছেন তিনি।


তিনি বলেন, “শব্দ শুনে মনে হয়েছে বিপণিবিতানের ভিতরে সুবিধানজনক কোনো জায়গা থেকে গুলিবর্ষণ করা হচ্ছে। ”
জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে খুব সতর্কভাবে অভিযান চালানো হচ্ছে বলে কেনীয় কর্তৃপক্ষ দাবি করেছে।
এর আগে ট্যুইটার একাউন্টে কেনীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, “ঘটনার দ্রুত অবসানের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ”
সেনা মুখপাত্র কর্নেল সাইরাস ওগুনা বলেছেন, “সরকারের অবস্থান পরিষ্কার, আমরা সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনায় যাবো না। ”
স্থানীয় কেটিএন টেলিভিশনকে ওগুনা জানিয়েছেন, “অধিকাংশ জিম্মিকে মুক্ত করা হয়েছে, বিপণীবিতানের বেশিরভাগ অংশ সেনাবাহিনী দখল করে নিয়েছে।


তিনি আরো বলেন, “কমান্ডাররা আশা করছেন অভিযানটি খুব শিগগির শেষ হবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.