আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুজ্জামান ও মাঈনুদ্দিনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর সাহিদুর রহমান।

১৯৭১ সালের ১২ ও ১৪ মে প্রকাশিত সংগ্রাম পত্রিকার উদ্ধৃতি দিয়ে যুক্তিতর্কে প্রসিকিউটর বলেন, তৎকালীন ডাকসু নির্বাচনের সময় মাঈনুদ্দিন-আশরাফুজ্জামানকে ছাত্রসংঘের নেতা হিসেবে নিজামী পরিচয় করিয়ে দেন। এ মামলার শুনানি আজ আবার শুরু হবে। যুক্তি উপস্থাপনের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও পটভূমি এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের প্রাক্কালে বাঙালি জাতিকে মেধাশূন্য করার উদ্দেশে দেশের স্বাধীনতার সপক্ষে থাকা বুদ্ধিজীবীদের হত্যায় আলবদর বাহিনীর ভূমিকা বর্ণনা করেন প্রসিকিউটর।

নিজামীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য কাল : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হবে আগামীকাল। ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। গতকাল নিজামীর বিরুদ্ধে জব্দ তালিকার সাক্ষী হিসেবে বাংলা একাডেমির সহকারী গ্রন্থগারিক এজাব উদ্দিন এবং জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের রক্ষক স্বপন কুমার বিশ্বাসের জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দি শেষে এই দুই সাক্ষীকে জেরা করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ২৪ অক্টোবর : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) ২৪ অক্টোবর দাখিল করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

কায়সার জামিনে রয়েছেন।

আজহারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনে আসামি পক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনাল-১ এ দিন পুনর্নির্ধারণ করেন। গতকাল এ শুনানি হওয়ার কথা ছিল।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.