আমাদের কথা খুঁজে নিন

   

গাজী ট্যাংক ক্রিকেটার্সের জয়

ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে জিতেছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। আজ তারা পাঁচ উইকেটে টুর্নামেন্টের তৃতীয় জয় পেয়েছে। চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গাজী ট্যাংক। সমান ম্যাচে সমান পয়েন্টে শীর্ষে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও এক ম্যাচ কম খেলে দুইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।  
 
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সদ্ধিান্ত নেন ক্রিকেট কোচিং অধিনায়ক নাজমুল মিলন।

দুই ফিফটিতে লড়াই করার মতো সংগ্রহ করে তারা। সালমান ১১৩ বলে ৭৩ রানের সেরা ইনিংস খেলেন। ৩০ বলে সাত চার ও চার ছয়ে ৫৫ রানের ছোটখাটো ঝড়ো ইনিংস গড়েন জিহান রুপসিং।
 
 
এর আগে ২৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে সসি্ততে রাখে অমিত মজুমদার ও সালমানের জুটি। তারা একসঙ্গে মাঠে থেকে ৮৬ রান সংগ্রহ করে।

৩৭ রানে ফিরে যান অমিত। শেষ বল পর্যন্ত ১৯ রানে নুরুল হাসান ও থিলান থুসারা ২০ রানে অপরাজিত ছিলেন।
 
গাজী ট্যাংকের আরাফাত সানি একাই নিয়েছেন তিন উইকেট। দুটি পান রুবেল হোসেন।
 
লক্ষ্যে নেমে দ্রুত দুই উইকেট হারায় গাজী ট্যাংক।

দলীয় ২৬ রানে উসমান তারিক (৫) ও আফতাব আহমেদের (৭) উইকেট দুটি তুলে নেন আসিফ আহমেদ। তবে ইমরুল কায়েসের সঙ্গে স্টাইরিসের শতরানের জুটিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় গাজী ট্যাংক। ৫৪ রানে আউট হন এই ওপেনার।
 
ম্যান অব দ্য ম্যাচ স্টাইরিসকে সাজঘরে ফেরান থিলান থুসারা। ১১৯ বলে নয় চার ও এক ছয়ে ১০২ রানের সেরা ইনিংস খেলেন এই কিউই ব্যাটসম্যান।

রকিবুল হাসান ও হামিদুল ইসলামের ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দল লক্ষ্যে পৌছায়। রকিবল ৫৮ রানে অপরাজিত ছিলেন। অপর প্রানে্ত ২৩ রানে অপরাজিত ছিলেন হামিদুল।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।