আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষে গাজী, আবাহনীর রক্ষা

আগেরদিন পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল মোহামেডান। গতকাল রান রেটে মতিঝিল পাড়ার দলটিকে পিছনে ফেলেছে গাজী ট্যাংক। অবশ্য দুই দলেরই পয়েন্ট সমান ১৪। ওয়ালটন প্রিমিয়ার লিগে গতকাল দশম রাউন্ডে নিশ্চিত হয়েছে সুপার সিঙ্। গতকাল জিতলেও এই প্রথম সুপার সিঙ্ খেলতে পারছে না আবাহনী।

গতকাল দশম রাউন্ডে গাজী ট্যাংক ১১৪ রানে হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়াকে। আবাহনী ৬ উইকেটে জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে। এই জয়ে রেলিগেশন লিগ খেলতে হবে না আবাহনীর। রেলিগেশন লিগ খেলবে খেলাঘর ও কলাবাগান ক্রীড়া চক্র।

আজ লিগের দশম রাউন্ডের শেষ খেলা।

প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট একাডেমী। দুই দল আগেই নিশ্চিত করেছে সুপার সিঙ্। গতকাল নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়ন। সুপার সিঙ্রে অন্য দুই দল গাজী ট্যাংক ও মোহামেডান।

গাজী ট্যাংকের কর্নধার লুৎফর রহমান বাদল ছিলেন গত মৌসুমে ভিক্টোরিয়ার ক্রিকেট চেয়ারম্যান।

তার তত্ত্বাবধানেই চ্যাম্পিয়ন হয়েছিল ভিক্টোরিয়া এবং রানরেটে রানার্সআপ হয়েছিল গাজী ট্যাংক। এবার লটারি পদ্ধতির দলবদলে শক্তিশালী দল গঠন করে গাজী। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ রাউন্ডে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জ্যাক ওরামের বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ উইকেটে ২৫১ রান করে। ওরাম ৫৪ রান করেন মাত্র ২১ বলে। যাতে ছিল পাঁচটি ছক্কা ও ৪টি বাউন্ডারি।

ওরামের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ৩ ওভারে গাজীর সংগ্রহ ছিল ৪৩ রান! ওরাম ছাড়াও রান করেছেন ইমরুল কায়েশ ও রকিবুল হাসান ৪৭ করে। ২৫২ রানের টার্গেটে খেলতে নেমে দুই স্পিনার আরাফাত সানী ও আশার জাইদীর তোপের মুখে পড়ে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া। দুজনের ঘূর্ণিতে এক পর্যায়ে ৭৩ রানে ৯ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। সেখান থেকে সাবেক টেস্ট ক্রিকেটার মো. শরীফ ৭৩ বলে ৫৮ রান করলেও ভিক্টোরিয়ার ইনিংস ১৩৭তম পেঁৗছায়। আরাফাত সানী ১৩ রানে ৪টি এবং জাইদী ১৮ রানে নেন ৩ উইকেট।

বিকেএসপিতে আবাহনী ও কলাবাগানের ম্যাচটির গুরুত্ব ছিল অনেক। যে দল জিতবে, তারা বেঁচে যাবে রেলিগেশন লিগ খেলা থেকে। এমন সমীকরণের ম্যাচে কলাবাগান প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪০ রান করে। নিউজিল্যান্ড সিরিজ শেষ করে দলে ফিরেই টানা হাফসেঞ্চুরি তুলে নেন নাঈম ইসলাম। আগের ম্যাচে করেছিলেন ৮২।

গতকাল খেললেন ৮৬ রানের অপরাজিত ইনিংস। শেষ দিকে তাসামুল হক করেন ৫০ রান। ২৪১ রানের টার্গেটে খেলতে নেমে ৪৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পেঁৗছায় আবাহনী।

আবাহনীকে চতুর্থ জয় তুলে নিতে সামনে থেকে নেতৃত্ব দেন ইংলিশ ক্রিকেটার গ্রেগরী স্মিথ। স্মিথও টানা হাফসেঞ্চুরি করেন।

৮৯ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেন ৯৪ বলে ৯ চার ও ৩ ছয়ে। শেষ দিকে মোসাদ্দেক হোসেন খেলেন ৫৩ রানের অপরাজিত ইনিংস।

 

সংক্ষিপ্ত স্কোর

গাজী ট্যাংক : ২৫১/৮, ৫০ ওভার (রিয়াজুল ইসলাম ২৬, ইমরুল কায়েশ ৪৭, রকিবুল হাসান ৪৭, মাহমুদুল্লাহ রিয়াদ ২৭, আশার জাইদী ১৮, জ্যাকব ওরাম ৫৪। শরীফ ২/৪০, করুনায়েকে ৩/৫৫)।

ভিক্টোরিয়া : ১৩৭/১০, ৪১ ওভার ( শরীফ ৫৮*, জুবায়ের ১৯, করুনায়েকে ১৮, মাইশুকুর ১৩, সৌম্য ১১।

আরাফাত সানী ৪/১৩, আশার জাইদী ৩/১৯)।

 

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।