আমাদের কথা খুঁজে নিন

   

শিরোপার পথে গাজী ট্যাংক

এলটন চিগুম্বুরার সেঞ্চুরির পরও পরাজয় এড়াতে পারল না শেখ জামাল। গতকাল ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে গাজী ট্যাংক ৬ উইকেটে হারিয়েছে শেখ জামালকে। গতকাল জয় পেয়েছে কলাবাগানও। তারা ৭ রানে হারিয়েছে প্রাইম ব্যাংককে। তবে হেরে গেছে মোহামেডান।

প্রাইম দোলেশ্বরের কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছেন মাশরাফিরা।

ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপার পথেই এগিয়ে চলেছে গাজী ট্যাংক। ১৩ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম দোলেশ্বরের অর্জন ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট। তৃতীয় স্থানে আছে শেখ জামাল।

তাদের অর্জন ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট। গতকাল খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে গাজী ট্যাংক। ব্যাটিংয়ে নেমে শেখ জামাল এলটন চিগুম্বুরার ১০৯, মুশফিকুর রহিমের ৩৮, নাহিদের ৩১, আবুল বাশারের ১৮ এবং আব্দুর রাজ্জাকের ১৭ রানে ২৫৯ স্কোর করে। ২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৬.৪ ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পেঁৗছে যায় গাজী ট্যাংক। দলের পক্ষে রকিবুল অপরাজিত থেকে সর্বোচ্চ ৯০ রান করেন।

এছাড়াও ইমরুল ৮১, মরগান ২৬, মাহমুদুল্লাহ ২৫ এবং জাইদি ২০ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার পান রকিবুল।

বিকেএসপির মাঠে প্রাইম ব্যাংককে গতকাল ৭ রানে হারিয়েছে কলাবাগান। কলাবাগান প্রথমে ব্যাটিংয়ে নেমে হ্যামিলটন মাসাকাদজার ১২৫, আবদুল মজিদের ৫৪, অভিষেক মিত্রের ৪৪, মিজানুরের ২৮ এবং মার্শাল আয়ুবের ২৫ রানে ৩০৫ স্কোর করে। প্রাইম ব্যাংকের রেজাউল ৫৪ রানে ৫ উইকেট শিকার করেন।

৩০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রবি বোপারার সেঞ্চুরির (১৩৮) পরও লক্ষ্যে পেঁৗছতে ব্যর্থ হয় প্রাইম ব্যাংক। পারভেজ ৭৬, শেহান ৩৭ এবং সৈকত ২৬ রান করলেও বাকিরা দুই অঙ্কের ফিগারে পেঁৗছতে ব্যর্থ হন। কলাবাগানের পক্ষে নাজমুল ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার পান।

এদিকে গতকাল মিরপুর স্টেডিয়ামে মোহামেডানকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। প্রথমে ব্যাটিংয়ে নেমে মোহামেডান ৪২.৩ ওভার খেলে মাত্র ১৪৩ রান করেই অলআউট হয়ে যায়।

দলের পক্ষে মুক্তার সর্বোচ্চ ৪৬ রান করেন। দোলেশ্বরের পক্ষে সাবি্বর ৪টি, ফরহাদ ৩টি এবং শফিউল ২টি উইকেট শিকার করেন। ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ ওভারেই জয় তুলে নেয় দোলেশ্বর। দলের পক্ষে মেহেদি ৪০, রনি ৩৭, মুমিনুল ৩৩ এবং মালান ১৯ রান করেন।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.