আমাদের কথা খুঁজে নিন

   

গাজী ট্যাংকের জয়

বিপিএলে খেলেছেন স্কট স্টাইরিশ। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির জন্য সব ম্যাচ খেলেননি তিনি। এবার ওয়ালটন প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে খেলতে এসেছেন গাজী ট্যাংকে। আগের তিন রাউন্ডে কোনো রান করতে পারেননি নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। গতকাল সেঞ্চুরি করেছেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

তার সেঞ্চুরিতেই গাজী ট্যাংক ৫ উইকেটে হারিয়েছে সিসিএসকে। চার ম্যাচে গাজীর এটা তৃতীয় জয়। ফতুল্লা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ৮৫ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রকে। ভিক্টোরিয়ার এটা দ্বিতীয় জয় এবং কলাবাগানের তৃতীয় হার। বিকেএসপি-৩ নম্বর মাঠ থেকে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।

প্রাইম দোলেশ্বরের এটা তৃতীয় জয় এবং প্রাইম ব্যাংকের দ্বিতীয় হার। তবে কলাবাগানের খুশির কথা হচ্ছে, আগামী রাউন্ড থেকে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মিরপুরে প্রথমে ব্যাট করে সিসিএস ৭ উইকেটে ২৫৫ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন রূপাসিংহে। ৩০ বলের ঝড়ো ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৪টি বাউন্ডারি।

২৫৬ রানের টার্গেটে খেলতে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে গাজী। সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক ইমরুল কায়েশ ও স্টাইরিশ ২৬.১ ওভারে ১২২ যোগ রান করে দলের জয় সহজ করে দেন। ইমরুল ৫৪ রান করেন। ১৪৮ রানে তৃতীয় উইকেটের পতনের পর চতুর্থ উইকেট জুটিতে আরও ৫২ রান যোগ করেন স্টাইরিশ ও রকিবুল হাসান। স্টাইরিশ ব্যক্তিগত ১০২ রানে ফেরেন সাজঘরে ১১৯ বলে।

যাতে ছিল ৯টি চার ও ১টি ছয়। রকিবুল অপরাজিত ছিলেন ৫৮ রানে। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে ভিক্টোরিয়া ৮৫ রানে হারিয়েছে কলাবাগানকে। ভিক্টোরিয়া প্রথমে ব্যাট করে ২৩১ রান করে। দলের পক্ষে এনামুল হক জুনিয়র ও কারুণানায়েক ৭০ রান করেন।

জবাবে কলাবাগান গুটিয়ে যায় ৪৬.৫ রানে ১৪৬ রানে। বিকেএসপি-৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ১৮২ রান করেছিল ৪৮.৫ ওভারে। দলের পক্ষে সৈকত আলী ৫২, লাহিরু থিরিমানে ৫১ রান করেন। ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে ৪৫.৪ ওভারে জয়ের বন্দরে পেঁৗছায় প্রাইম দোলেশ্বর।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।