আমাদের কথা খুঁজে নিন

   

জনসংখ্যা পুরস্কারের তীব্র প্রতিদ্বন্দ্বীগণ (রম্যরচনা)



[সংবিধিবদ্ধ সতর্কীকরণ: জীবিত,মৃত,অর্ধ-মৃত বা ভূতে পরিণত কোন ব্যক্তি বা গোষ্ঠীর সাথে কোন কিছু মিলিয়া গেলে লেখক দায়ী নহেন। নবপ্রণীত আইসিটি আইন কিংবা পূর্বে প্রণীত কোন আইনে ইহা দণ্ডনীয় হইবেক না। ] জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুতর রকমের অবদান রাখিলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল অতি সম্মানজনক ( পাঠক জানিয়া রাখ, যে পুরস্কার আমি বা আমরা পাই তাহাই অতি সম্মানজনক) "জনসংখ্যা পুরস্কার" প্রদান করিয়া থাকে। আমাদের একজন সাবেক ভিভিআইপি ইহা জিতিয়া কারওয়ান বাজার মোড়ে বিশাল ঘড়ি লাগাইয়াছিলেন। তাহা দেখিয়া আমাদের সকলের তাক লাগিয়াছিল।

সেই ঘড়ির প্রভাবে না অন্যকোন গুহ্য কারণে এই দেশে অনেকে এই পুরস্কার জিতিবার মানসে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ক্ষেপিয়া গিয়াছেন। সকলেই জনসংখ্যা কমাইবার জন্য নানা ফন্দি ( তাহাদের প্রতিটি ফন্দিই ভীষণ লাভজনকও) করেন। জনসংখ্যা নিয়ন্ত্রনে কে যে কাহার চাইতে কম তাহা বাহির করিতে হইলে গুরুতর গবেষণা করিতে হইবে। এইবার আমাদের প্রতিদ্বন্দ্বী বন্ধুসকলের পবিত্র নাম প্রকাশ করিতেছি: কৃষক-বন্ধু: আম জাম কাঁঠাল কলা যাহাই ফলান তাহাতেই নানা প্রকার কেমিক্যাল স্প্রে করেন। সব শেষে থাকে পচন-রোধক নির্ভেজাল ফরমালিন।

দুধে পূর্বে পানি মিশাইতেন। এখন পানির সহিত ফরমালিন দেন দুধ তরতাজা রাখিবার জন্য। ইহাকে দুধ তাজাকরণ প্রকল্প বলিবেন কিনা তাহা ভাবনার বিষয়। ফলে নীরব মৃত্যুর মিছিল বাড়িতেছে। ব্যবসা-বন্ধু: কৃষক হইতে যাহা পান তাহাতে ব্যবসা-বান্ধব আরো কেমিক্যাল মেশান।

তাঁহারা প্রিজারভেটিভমুক্ত পাণীয় পরিবেশন করেন। তাহাতে খাঁটি ফরমালিনও থাকে। ফুলের সহিত কাঁটার যে সম্পর্ক এখানেও সেই সম্পর্ক। পোড়ামবিলে ভাজা চানাচুর কিংবা টিস্যু-নির্মিত মিস্টি,ভেজাল মেশানো ওষুধ সকলই তাহার দান। মনের মাধুরী মিশাইয়া তাঁহারা যেই মূল্য নির্ধারণ করেন তাহা হৃদরোগ বিস্তারে অব্যর্থ মহৌষধ রূপে কার্য করে।

ডাক্তার-বন্ধু: উপরিউক্ত কারণে রোগের প্রকোপ বাড়িলে নানাপ্রকার মূল্যবান টেস্টপূর্বক যেইসকল মহামূল্যবান ওষুধ দেন তাহা পকেট এবং পেট থুড়ী প্রাণঘাতীও বটে। অপারেশন নামক বস্তুর আবশ্যকতা সৃষ্টি হইলে যাহা ঘটে তাহার বিবরণ সাংবাদিকপ্রবরেরা মাঝে মাঝে দিয়া থাকেন। শিক্ষক-বন্ধু: যাহাদের ছেলেমেয়ে স্কুলে ভর্তিরযোগ্য হইবে বা ভর্তি হইবে তাহাদের ভর্তিজটিলতা, কোচিং জটিলতার সাথে খাতাকলমজটিলতা মিলিয়া ত্রাহি মধুসূদন অবস্থা হয়। পরীক্ষা ও ফলাফলজটিলতা পরিস্থিতি কিঞ্চিৎ কঠিন করে। যাহা রক্তচাপ ও হৃদরোগবান্ধব।

সোজা বাংলায় মৃত্যুবান্ধব। বস-বন্ধু: ইহা চাকুরীজীবী স্পেশাল। তাহা সরকারী কি বেসরকারী ইহাতে ইতরবিশেষ হইবে না। বসের অবৈধ চাপের সাথে দুর্ব্যবহার আর চাকুরী হারাইবার হুমকি রীতিমত মরণবান্ধব। মাস্তান-বন্ধু: ইভ-টিজিং, ছিনতাই,চাঁদাবাজী, অপহরণ, গুমখুন মাস্তান-বন্ধুদের চির-গৌরব বিকিরণকারী।

যাহা জনসংখ্যা নিয়ন্ত্রণকারীও বটে। সুদ ও ঘুসখোর-বন্ধু: চক্রবৃদ্ধিবৃদ্ধিবৃদ্ধি সুদ আর বেমক্কা ঘুষ কিরূপ প্রভাববিস্তারী তাহা ভুক্তভোগীমাত্রই হাড়েহাড়ে জানেন। আরো কিছু চরম কার্যকর প্রতিদ্বন্দ্বী আছেন, রিমান্ড আর ক্রস-ফায়ারভীতির জন্য সভয়ে তাহাদের নামমোবারক কহিলাম না। আরো অনেকে আছেন যাহাদের সকলেই চিনেন। জনে জনে কহিলাম না।

এই দৌড়ে যাহারা নাই তাহারা জনসংখ্যা বিভাগে কর্ম করিয়া থাকেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।