কিছু গেমস আর যুদ্ধখেলায়
মানুষ যখন মৃত্যু ভেলায়
আমি বসে হাততালি দিয়ে
সুখের দিন করছি যাপন।
কিছু মুভি আর জীবন যুদ্ধে
কিছু মানুষ সবার উর্দ্ধে
আমি শুয়ে হেডফোন নিয়ে
করছি যাপন সুখের ক্ষণ...
কিছু গান আর গিটারের তারে
স্বপ্ন যারা বন্দী করে
জীবন যুদ্ধে পরাজিত হয়ে
করছে শান্ত আমার মন
তখন আমি বসে বসে
কাটাচ্ছি সুখের ক্ষণ...
গান সব গান নয়
লেখাগুলো অন্ধকারে রয়
কাঠপেন্সিল আর ছোট্ট খাতায়
কষ্ট সব বন্দী রয়।
সুখের দিন পার করি
দিনে রাতে পান করি
জীবন এক ফূর্তির জোয়ারে
কিছু গল্প,ফান করি
তখন কেউ ক্ষুধার রাজ্যে
খিদে আর পিপাসা র সাথে
গিটার নিয়ে সাধনা করে
নতুন কোনো সুরের খোজে
সৃজন
২৩.০৯.১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।