আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে বিজিবি, তারপরও অসন্তোষ

বিক্ষোভের খবর পাওয়া গেছে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার লগুজ কারখানাতেও।
বিশৃঙ্খলা এড়াতে ওই দুই এলাকার প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গাজীপুরে বৃহস্পতিবার সকাল থেকে র‌্যাব-পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে তিন প্লাটুন বিজিবি।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পোশাক খাতের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৩ প্লাটুন বিজিবি সকাল থেকে টহল দিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন।


গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার লগুজ পোশাক কারখানায় শ্রমিকরা সকালে কারখানায় এসে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
এছাড়া জিরানী এলাকায়ও বেশ ক’টি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে কর্তৃপক্ষ কারখানায় ছুটি দিয়ে দেয়।
পরে শ্রমিকরা পাশের নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বলে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান।
শ্রমিকদের অবরোধে ওই সড়েকে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।   
ন্যূনতম আট হাজার টাকা মজুরির দাবিতে গত শনিবার থেকেই ঢাকা. গাজীপুর, সাভঅর ও নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ চলছে।

গত কয়েক দিনে বেশ কিছু কারখানা এবং কয়েকশ যানবাহন ভাঙচুর করেছে শ্রমিকরা। গাজীপুরের ভোগড়ায় একটি আনসার ক্যাম্পে হামলা ও রাইফেল লুটেরও ঘটনা ঘটেছে।
এই পরিস্থিতিতে মজুরি কমিশনের ঘোষণার জন্য পোশাক শিল্প শ্রমিকদের অপেক্ষা করার আহ্বান জানিয়ে কঠোরভাবে বিশৃঙ্খলা দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বুধবার সচিবালয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে এক বৈঠকের পর মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, “পোশাক শিল্প জাতীয় শিল্প। এর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারা কেবল এই শিল্পের বিরুদ্ধে নয়, আমরা মনে করি তারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।


“বহিরাগত কোনো পক্ষ যদি এ খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়, তাহলে তা সর্বোচ্চ শক্তি দিয়ে দমন করা হবে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ”
পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে গত মে মাসে মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ড মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করলেও এখনো কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি।
শ্রমিকরা ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা দাবি করলেও পোশাক শিল্প মালিকদের সংগঠন তা বর্তমানের চেয়ে ৬০০ টাকা বাড়িয়ে ৩ হাজার ৬০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.