(প্রিয় টেক) দেশে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ে উদ্ভাবনীর লক্ষ্যে ৭টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৯ লাখ ৪৩ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। ইউএনডিপি ও ইউএসএইড-এর অর্থায়নে বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন এটুআই প্রোগ্রামের উদ্যোগে প্রথম বারের মতো “সার্ভিস ইনোভেশন ফান্ড” এর চেক নির্বাচিত ৭টি প্রতিস্থানের কাছে হস্তান্তর করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আগামী ৪ বছর ধরে কয়েক ধাপে বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ইউএসএইডের সমন্বয়ে গঠিত ৮০ কোটি টাকার এ তহবিল (ইনোভেশন ফান্ড) বাস্তবায়ন করবে এটুআই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।