আমাদের কথা খুঁজে নিন

   

'যুদ্ধাপরাধের বিচারে বিএনপিপন্থী মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করতে হবে'

বিএনপির সঙ্গে সম্পৃক্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের পক্ষে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। জাতির জনকের ডাকে সাড়া দিয়ে একাত্তরে জীবন বাজি রেখে যে দেশটি আপনারা স্বাধীন করেছেন, তার অস্তিত্ব রক্ষার জন্যে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে'।

যুক্তরাষ্ট্রে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণে নিয়োজিত 'যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ'-এর একটি প্রতিনিধি দল গতকাল বুধবার অপরাহ্নে নিউইয়র্কে গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার শুরু এবং মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি ও চাকরির বয়সসীমা বৃদ্ধিসহ বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপের জন্যে শেখ হাসিনাকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। এটি হস্তান্তর করেন মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুল মুকিত চেৌধুরী।

আধ ঘণ্টার অধিক সময় মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শেখ হাসিনা বলেন, সামনের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত এবং বিভিন্ন পর্যায়ে উন্নয়নের গতি অব্যাহত রাখতেই আওয়ামী লীগ তথা মহাজোটকে জয়ী করতে হবে। এজন্যে নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি প্রবাসীকে একাত্তরের চেতনায় সংঘবদ্ধ হতে হবে। '  তিনি বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন আর জঙ্গিবাদেও অভয়ারণ্য নয়।

বাংলাদেশ এখন সারাবিশ্বে, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। '

প্রতিনিধি দলে ছিলেন কমান্ডার নূরনবী, আব্দুল মুকিত চেৌধুরী, মাহবুবুর রহমান, আবুল মনসুর খান, শফিকুল ইসলাম, রাশেদ আহমেদ, লাবলু আনসার, মোজাহিদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারী আশরাফুল আলম খোকন এ বৈঠকের সমন্বয় করেন। এ সময় রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন সেখানে ছিলেন।  



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.