প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শীতের শেষে বসন্তের গন্ধ পাই
মনটা খালি খালি লাগে
গহীন অরণ্য থেকে সুবাস ছড়ায় কে যেনো
কে যেন বাসন্তিরঙ শাড়ি পড়ে আলগোছে আসে
শীতের নির্গত শ্বাসের ভাঁপে ছড়ায় আনন্দ রেণু।
কোলে তুলে নেয় ফুটফুটে শিশুকে আদর করার মতোন
আমার নাকে নাক ঘষে, মুখে মুখ
আর আমার গায়ের গন্ধে সেও বিমোহিত হয
দল মেলে ধরে সে তার অন্তর্গত সৌন্দর্য প্রদর্শন করে।
আমি ফুটন্ত পানির মতোন বড় বিশুদ্ধ হই
যুদ্ধ যানের মতো প্রস্তুত হই
কিংবা সাম্রাজ্য পরিদর্শন করি প্রতিক্ষীত অতিথির মতোন
সে ডালা ভরে তুলে দেয় বাসনাফুল
সজ্ঞানেই সে আজ করে বসে ভুল।
১৬। ০১। ২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।