আমাদের কথা খুঁজে নিন

   

এবার পাদুকা কারিগরদের ব্যাংক হিসাব

বৃহস্পতিবার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি)- এর প্রকল্পভুক্ত পাদুকা ও চামড়াজাত পণ্য প্রস্তুতকারী ক্ষুদ্র কারখানার কারিগরদের বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধে শ্রমিকরা তাদের জাতীয় পরিচয়পত্র ও কর্মরত প্রতিষ্ঠান থেকে ইস্যু করা আইডি কার্ডের বিপরীতে একশ টাকা জমা দিয়ে নিজ নিজ নামে ব্যাংক হিসাব খুলতে পারবেন।
“এ সকল ব্যাংক হিসাবে ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা আরোপ এবং কোন প্রকার চার্জ/ফি আদায় করা যাবে না। যেক্ষেত্রে চেকবই এর অপ্রতুলতা থাকবে সেক্ষেত্রে চেকবই এর পরিবর্তে ভাউচারের মাধ্যমেও লেনদেন করা যাবে।”
সার্কুলারে পাদুকা ও চামড়াজাত পণ্য প্রস্তুতকারী শ্রমিকদের বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ ও তাদের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংক নির্বাহীদের নির্দেশনা দেয়া হয়েছে।
এ সংক্রান্ত তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে নির্ধারিত ছকে কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে বলা হয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে কৃষক, মুক্তিযোদ্ধা, স্কুল শিক্ষার্থী, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্ঠনি কর্মসূচির আওতায় বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা পরিশোধের দশ টাকায় ব্যাংক হিসাব খুলতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
গত ১৭ সেপ্টেম্বর পোশাক শ্রমিকদের জন্য সব ব্যাংককে হিসাব খুলতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের এক কোটি ৩০ লাখ ব্যাংক হিসাব খোলা হয়েছে। 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.