পুরোনো পলিথিন ব্যাগ রিসাইকেল করে মূলত প্লাস্টিক পণ্য তৈরি করা হয়। এবারে অস্ট্রেলিয়ার গবেষকেরা পুরোনো প্লাস্টিকের ব্যাগ থেকে কার্বন ন্যানোটিউব তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করার কথা জানিয়েছেন যা কম্পিউটারের চিপ তৈরির মতো কাজে ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ এ তথ্য জানিয়েছে।
একটি গ্রাফিনের পর্দা বা একটি কার্বন পরমাণুর সমান পুরু চাদরকে সিলিন্ডারের মতো গুটিয়ে নিলে যে টিউব তৈরি হয় সেটাই কার্বন ন্যানোটিউব। ক্ষুদ্র এ টিউব শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না।
অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, কার্বন ন্যানোটিউব তৈরিতে যেকোনো কাবন উত্স ব্যবহার করা যায় তবে পলিথিন ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ হতে পারে। পলিথিন ব্যাগ সহজে পচে না বলে এর ব্যবহার করে ন্যানো টিউব তৈরির উপযুক্ত কার্বন পাওয়া সম্ভব। পলিথিন থেকে ন্যানোটিউব তৈরির প্রক্রিয়ায় এর সঙ্গে বিষাক্ত কোনো অনুঘটক মেশানোর প্রয়োজনও পড়ে না।
গবেষকেরা বলছেন, পলিথিনের তৈরি কার্বন ন্যানোটিউব নানা কাজে ব্যবহার করা যায়। সৌরকোষ তৈরি, ব্যাটারি তৈরি, ইলেকট্রনিকস যন্ত্রাংশ তৈরিসহ কম্পিউটারের চিপ তৈরিতেও এখন কার্বন ন্যানোটিউব ব্যবহূত হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।