জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে অনির্দষ্টি কালের জন্য কর্মবিরতি শুরু করেছে আন্দোলনকারী শিক্ষকরা। জানা গেছে আজ বিভিন্ন অনুষদে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও শিক্ষকরা ক্লাস নেননি। ফলে বেশিরভাগ বিভাগেই ক্লাস পরীক্ষা বন্ধ থাকে। এদিকে ক্লাস পরীক্ষ বন্ধ রেখে শিক্ষকদের এমন কর্মসূচীতে বিপাকে পরেছেন শিক্ষার্থীরা। পুনরায় ক্লাস পরীক্ষার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ব্যানারে ক্যাম্পাসে বিভিন্ন ফেস্টুন ঝুলিয়েছে শিক্ষার্থীরা।
অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে গঠিত দু'সদস্য বিশষ্টি তদন্ত কমিটির প্রতিবেদন রবিবার প্রকাশ করা হবে বলে জানা গেছে। আন্দোলনকারী সাধারণ শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহছান বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। উপাচার্য পদত্যাগ না করলে আগামী মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রনালয় থেকে গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ের (২৪ সেপ্টেম্বর) মধ্যে তদন্তপ্রতিবেদন প্রকাশ না করায ২৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে করে ফের আন্দোলনে নামেন শিক্ষকরা। আন্দোলনকারী শিক্ষকরা গত ১৯ জুন থেকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপাচার্যের পদত্যাগ দাবি করে আন্দোলন করে আসছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।