আমাদের কথা খুঁজে নিন

   

গেইলের নতুন চ্যালেঞ্জ

টি-২০-এর রাজা ক্রিস গেইল এবার ভারতে আসছেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। শুধু টি-২০ তে নয়, টেস্ট ও ওয়ানডেতেও এবার মনে রাখার মতো কিছু করতে চান। টি-২০ তে গেইল এক ঝড়ের নাম, অনেকে সাইক্লোন কিংবা সুনামিও বলে থাকেন। এবার টি-২০ ফর্মটা টেস্ট ও ওয়ানডে অনুকরণ করে দেখাতে চান ক্যারিবীয় এই তারকা ব্যাটসম্যান। ম্যাচের গতিবিধি বুঝে ব্যাটিং করতে চান ধৈর্যের সঙ্গে। টি-২০ তে যদি 'ঝড়' বলতে বোঝায় ছক্কা-চারের ফুলঝুরি, টেস্টে নিশ্চয়ই লম্বা ইনিংস। এবার টেস্টে লম্বা ইনিংস খেলার প্রত্যয় নিয়ে ভারত সফরে আসছেন। ভারত সফরটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিতে চান ক্যারিবীয় তারকা।

গালফ নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে গেইল বলেন, 'জনগণ হয়তো টি-২০-এর ঝড়ো ব্যাটিংকেই মনে রাখবে এবং অতীতের অবদান ভুলে যাবে। তবে এই বিষয়টাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। এটা আমার জন্য বড় কিছু নয়। আমি শুধু চাই, ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সময় যেন বলতে পারি তিন ফরম্যাটেই আমি জনগণকে আনন্দ দিতে পেরেছি এবং আমি নিজেও উপভোগ করেছি।'

ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে। দ্বিতীয় টেস্টেই ২০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ভারতীয় ক্রিকেট 'ঈশ্বর' শচীন টেন্ডুলকার। ব্যাটিং জিনিয়াসের প্রশংসা করতে গিয়ে গেইল বলেন, '২০০ টেস্ট খেলা অবশ্যই একটা বিশাল অর্জন। আমি ৯৭ টেস্ট খেলেছি এবং বলতে পারি টেস্ট খেলাটা শরীরের ওপর কী পরিমাণ চাপ সৃষ্টি করে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.