আমাদের কথা খুঁজে নিন

   

নতুন করে তদন্তে নিষেধাজ্ঞা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন করে তদন্তের কোনো প্রয়োজন নেই। এর আগের তদন্ত প্রতিবেদনগুলোই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য যথেষ্ট। মুসলিম লীগ নেতৃত্বাধীন পাকিস্তান সরকার এই ঘোষণা দিয়েছে। তথ্যমন্ত্রী পারভেজ রশীদ বলেন, পারভেজ মুশাররফ ও আসিফ আলী জারদারি সরকারের শাসনামলে যেসব তদন্ত হয়েছে ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। তিনি বলেন, আমরা আদালতের নির্দেশের অপেক্ষায় আছি, নির্দেশ পেলে সে অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করব। উল্লেখ্য, ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকতবাগের সামনে বোমা হামলা ও গুলিবর্ষণে বেনজির ভুট্টো নিহত হন। আল জাজিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.