প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের নেতারা বলেছেন, '৬৯-এ গণঅভ্যুত্থান না হলে স্বাধীনতা আসত না। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজও পূরণ হয়নি। জাতীয় প্রেসক্লাবে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় নেতারা এ কথা বলেন। প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা খালেদ মোহাম্মদ আলী, মোস্তফা জামাল হায়দার, এম এ রশীদ, আনোয়ারুল আলম শহীদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, এজাজ আহমেদ মুক্তা প্রমুখ। একাত্তরের ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বলেন, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম তা আজও পূরণ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, নব্বইয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরুর পর একজন পিতার উত্তরাধিকার আরেকজন স্বামীর উত্তরাধিকার হয়ে ক্ষমতা অাঁকড়ে ধরে বসে আছেন। দুই নেত্রী দেশের সার্বভৌমত্ব জিম্মি করে রেখেছেন। তিনি বলেন, বর্তমান রাজনীতির মধ্যে ফরমালিন মিশে গেছে। ৫ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রের জন্য তামাশা। ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরে ৫ জানুয়ারি গণতন্ত্রের দাফন হলো।
তিনি আরও বলেন, বিএনপি নেত্রী গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতার জন্য রাজনীতি করেন। তার মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির মাধ্যমে ইনটেনসিভ কেয়ারে থাকা গণতন্ত্রের লাইফ সাপোর্টের পাইপ খুলে গেল। সংসদকে অকার্যকর করার জন্য বেগম খালেদা জিয়াই দায়ী।
খালেদ মোহাম্মদ আলী বলেন, '৬৯-এর ছাত্রনেতাদের গণঅভ্যুত্থান না হলে দেশ স্বাধীন হতো কি না তা নিয়ে সন্দেহ। আজ সেইসব ছাত্র নেতারা অবহেলিত ও উপেক্ষিত। মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম তা আজও পূরণ হয়নি। দেশে আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হবে। আনোয়ারুল আলম শহীদ বলেন, '৬৯-এর গণঅভ্যুত্থান না হলে দেশ স্বাধীন হতো না। সেদিন বঙ্গবন্ধুর আহ্বানে গোটা জাতি স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এম এ রশীদ বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে যারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন আজ তারা অবহেলিত। সুলতান মোহাম্মদ মনসুর বলেন, রাজনীতি থেকে নীতি, আদর্শ নির্বাসিত হয়েছে। যাদের জন্য দেশের স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন হয়েছে আজ তারা অবহেলিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।